শিরোনাম
◈ বিএনপিকেই ক্ষমতায় দেখতে চায় ৭০ শতাংশ ভোটার: ইএএসডির জরিপ ◈ গুম কমিশনের প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়াবহ চিত্র ◈ আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর ◈ ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন ◈ ভারতে খেলবে না বাংলাদেশ, বিশ্বকাপের সূচি বদলাতে কাজ শুরু আইসিসির: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ◈ ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ ◈ বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তর  ◈ কোন অভিবাসীরা কতটা সাহায্য পেয়েছেন আমেরিকায়, তালিকা দিলেন ট্রাম্প! আছে বাংলাদেশ, পাকিস্তানের নাম, নেই ভারত ◈ পরবর্তী সরকার এসে শাহজালালের থার্ড টার্মিনাল চালু করবে: বিমান উপদেষ্টা ◈ যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হতে যাচ্ছে ‘গিরগিটি’ ছবির দ্বিতীয় ধাপের শুটিং

ইমরুল শাহেদ : ছবিটির পরিচালক সৌরভ কুন্ডু জানিয়েছেন, তিনি ছবিটির শুটিং শুরু করেন গত জানুয়ারি মাসে। দ্বিতীয় ধাপের শুটিং হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু কোভিড মহামারীর কারণে লকডাউন হয়ে যাওয়ার পর শুটিং বাতিল হয়। এখন সেটা শুরু করতে যাচ্ছেন। পরিচালক জানান, তিনি স্বতন্ত্রভাবে চলচ্চিত্র নির্মাণের কাজে হাত দেওয়ার আগে কাজ করেছেন পরিচালক দিপু হাজরার সঙ্গে।

সুপারহিট ঢাকা এ্যাটাক ছবিতেও কাজ করেছেন তিনি। কিন্তু স্বতন্ত্রভাবে গিরগিটি ছবিতে তার ধ্যান-ধারণা অনেকটাই বদলে গেছে। এই ছবিটিতে স্থান পেয়েছে, ‘গিরগিটি’র মতো সমাজের মানুষের রং পাল্টানোর পরিক্রমা। এবিএম সুমন এবং তাসকিন রহমান অভিনয় করছেন ‘গিরগিটি’র প্রধান দুটি চরিত্রে। তাদের বিপরীতে থাকছেন দুজন নায়িকা। এর মধ্যে নাইরুজ সিফাতকে নিয়ে প্রথম অংশের শুটিং সম্পন্ন করেছেন নির্মাতা।

এবারের শুটিং শুরু হবে ছবির প্রধান নায়িকা পূর্ণিমা বৃষ্টির কাজ। ছবিটিতে তাসকিন রহমান ও এবিএম সুমনের বিপরীতে দেখা যাবে তাকে। ছোটপর্দায় নিয়মিত কাজ করলেও এবারই প্রথম সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে পূর্ণিমা বৃষ্টির। এর আগে এর আগে পূর্ণিমা বৃষ্টি টিভিসি ও ওভিসির মডেল হয়েছেন। পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘এই ছবিটির নায়িকা হিসেবে বড় পর্দায় আমার অভিষেক হবে, ব্যাপারটি সত্যিই অনেক বেশি আনন্দের। ছবিটির চরিত্রের সঙ্গে নিজেকে উপযোগি করে তুলতে এরই মধ্যে নানাবিধ প্রস্তুতি সম্পন্ন করেছি।

বলা যায়, নিজেকে ভেঙে নতুন করে গড়তে হয়েছে। আর ‘ঢাকা অ্যাটাক’ দেখার পর থেকেই আমি তাসকিন এবং সুমনের অভিনয়ের ভক্ত। সিনেমায় তাদের সঙ্গে আমার রসায়ণটা ভালো ভাবে ফুটিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা থাকবে।’ ক্রাইম সাসপেন্স থ্রিলারধর্মী এই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ। আপস্টুডিও প্রযোজিত ‘গিরগিটি’তে আরো অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, শিল্পী সরকার অপু, দীপু ইমাম, ফকরুল বাসার, হামিদুর রহমান প্রমুখ। ছবিটির টাইটেল সং করছে হার্ড রক ব্যান্ড ওয়ারফেইজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়