শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৬ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে ওয়ানশুটারগানসহ আটক-১

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একটি ওয়ানশুটারগানসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-১৫।সোমবার বিকেলে হ্নীলা ইউপি রঙ্গিখালী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুল নুর জামে মসজিদের সামনে থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

[৩]আটক হলেন,উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী মাদ্রাসাপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মোঃ হোসেন(২৪)।

[৪] সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

শেখ সাদী বলেন,সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ব্যবসায়ীরা হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুল নুর জামে মসজিদের সামনে সড়কের উপর অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যে অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একটি চৌকশ অভিযানিক দল ওই এলাকায় পৌঁছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয়।পরে আটক যুবকের দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি ওয়ানশুটারগান,একটি তাজা কার্তুজ ও দুই রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।[৫]তিনি আরো বলেন,পরে ধৃতকে অস্ত্র বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছেন।উদ্ধারকৃত অস্ত্রসহ আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়