শিরোনাম
◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর ◈ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি ◈ সরকারি সুবিধা একীভূত করতেই ফ্যামিলি ও ফার্মার কার্ড: তারেক রহমান (ভিডিও) ◈ উপসাগরের পথে মার্কিন রণতরী, ইরানে হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল ◈ দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পাওয়া পোস্টাল ব্যালট গণনায় আসবে না ◈ জামায়াত নেতার বক্তব্যকে অপকৌশল আখ্যা, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ নাকচ বিএনপির

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি আল সিসির পদত্যাগের দাবিতে উত্তাল মিশর, পোড়ানো হল পুলিশের গাড়ি

ডেস্ক রিপোর্ট: করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেই বর্তমান রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসির পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠল মিশর। রবিবার থেকে গিজা-সহ দেশের বিভিন্ন জায়গা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আল সিসির বিরোধীরা। এর ফলে দেশজুড়ে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মিশরের (Egypt) বেশিরভাগ মানুষ রাষ্ট্রপতি আল সিসির কাজকর্মে অসন্তুষ্ট। একবছর আগেও তাঁর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়েছিল। রবিবার তার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিক মহম্মদ আলি দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিল। তাতে সাড়া দিয়ে বিভিন্ন বড় শহরে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। গিজা শহরের রাস্তায় হাজার হাজার মানুষ প্রাক্তন সেনাপ্রধান ও বর্তমান রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি (Abdel Fatah el-Sisi) -এর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। শহরজুড়ে মিছিল করেন। পুলিশ তাঁদের রাস্তা আটকালে শুরু হয় বিবাদ। পুলিশ লক্ষ্য করে পাথর ছোঁড়ার পাশাপাশি তাদের একটি গাড়ি পুড়িয়েও দেওয়া হয়।

অন্যদিকে মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ প্রান্তে অবস্থিত আল বাসাতিন জেলার বিভিন্ন জায়গাতেও অসংখ্য মানুষ প্রতিবাদে সামিল হন। তাঁদের বেশিরভাগের হাতে রাষ্ট্রপতি বিরোধী পোস্টার ছিল। একই ছবি দেখা যায় মাডি জেলাতেও। অন্যান্য শহরগুলিতেও বিক্ষোভকারীরা প্রতিবাদ জানানোর পাশাপাশি অঘোষিত বনধ পালন করে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভে মিশরের বিভিন্ন শহরে অংশ নেন হাজার হাজার মানুষ। এই বিক্ষোভ দমন করতে কঠোর পদক্ষেপ নেয় আবদেল ফাতাহ আল সিসির প্রশাসন। কমপক্ষে ২৩০০ মানুষকে আটক করে জেলেও পাঠানো হয়েছিল। এবার তার বর্ষপূর্তিতেও প্রবল বিক্ষোভের সাক্ষী থাকল মিশর। গতকালও প্রচুর মানুষকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে।
সূত্র- সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়