মোহাম্মদ হোসেন : [২] শাহ আহমেদ শফির দাফনের পরেই নতুন মুহতামিম নির্বাচিত করেছেন শূরার সদস্যরা। আগের নিয়ম থেকে অনেক টা বদলে ফেলা হয়েছে আগের নিয়মও। একজন মুহতামিম এর পরিবর্তে এখন তিন জন মুহতামিম নির্বাচিত করা হয়েছে। তিন জনই দায়িত্ব পালন করবেন।
[৩] শনিবার আছরের নামাজের পর মজলিশ শুরার একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
[৪] তিন জনের মধ্যে যাদেরকে দায়িত্ব দেয়া হলো তারা হলেন, মুফতী আবদুস সালাম চাটগামী, আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহহিয়া। এই তিনজনের প্যানেল মুহতামিমের দায়িত্ব পালন করবেন। তারা সমান ভাবে দায়িত্ব ভোগ করবেন কেউ একক ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এ ছাড়া জুনায়েদ বাবু নগরীকে মাদ্রাসার শিক্ষা পরিচালক ও প্রধান শায়খুল হাদীসের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া মাওলানা হাফেজ শোয়াইবকে সহকারী শিক্ষাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
[৫] শনিবার রাতে মজলিশে শুরার বৈঠক আরো উপস্থি ছিলেন, শূরা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন- আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফি, আল্লামা নূরুল ইসলাম জিহাদী হাফি, আল্লামা নোমান ফয়েজী হাফি, মাওলানা সালাউদ্দীন নানূপুরী হাফি, মাওলানা সুহাইব সাহেব হাফি, মাওলানা ওমর ফারুক হাফিস প্রমুখ। সম্পাদনা : আরাফাত