রেজাউল করিম: [২] সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার স্বপ্ন ভিশন পুরনে মেধাবী শিক্ষার্থী ও সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন। এজন্য স্বপ্নের দেশ গড়তে সবাইকে এক যোগে কাজ করতে হবে।
[৩] এমপি মমিন মন্ডল শুক্রবার বিকালে ৮৫ লাখ ১৫ হাজার টাকা ব্যায় উপজেলার চন্দনগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ কোটি ৫ লাখ টাকা ব্যায় চক নলুয়া এস এ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মীত বহুতল একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্পাদনা: জেরিন আহমেদ