শিরোনাম
◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিয়া নাসরিন: কে কী পোশাক পরবে, সেটা তাকেই ঠিক করতে দিন

সাদিয়া নাসরিন: দু’বছর আগে একজন ফেমিনিস্ট এ্যকটিভিস্টকে দলবলে সাইবার বুলিং করছিলো একজন সাংসদের চ্যালাচামুন্ডারা। উনার কন্যাশিশুকে নিয়ে সমুদ্রে নামা, শর্টস পরা এইসব নিয়েই বুলিং হচ্ছিলো। আমরা স্বাভাবিকভাবেই প্রতিবাদ করছিলাম। খুব জেরালো ভাষায় বলছিলাম যে, একজন মা তার সন্তানকে নিয়ে সমুদ্রে হাঁটছেন, সেই সৌন্দর্যটুকু দেখুন, পোষাক না। আর পোষাক দেখলেও চোখ সয়ে নেন, কারণ পছন্দটা তার, শরীরটাও তার।

আজকেও যারা বোরকা পরে ছেলেকে নিয়ে ক্রিকেট খেলতে নামা মাকে আগাগোড়া বুলিং করছেন, তাদের বলছি, একজন মা তার ছেলেকে নিয়ে মনের আনন্দে ক্রিকেট খেলছেন। সেই খেলার আনন্দটুকু দেখুন, ইচ্ছেটা দেখুন, তার পরনের বোরকার দৈর্ঘ্য, প্রস্থ, ঘনত্ব এইসব না।

কে বিকিনি পরে সাতারে নামবে আর কে বোরকা পরে খেলতে নামবে, কে মাঘ মাসের শীতে স্লীভলেস পরবে আর কে ভাদ্রমাসের গরমে বোরকা হিজাব পরবে সেটা যার যার শরীর তাকেই ঠিক করতে দিন। শরীর যার, আরামও তার।

শর্টস পরে সন্তানকে নিয়ে সমুদ্রে নামা বা সুইমিং কস্টিউম পরা কাউকে দেখে যদি কারো “ইউরোপীয়ান মা” মনে করে তার দায় যেমন সেই মায়ের না, এখন বেরকা পরা মা-কে দেখে “আফগান মা” মনে হলেও তার দায় বিন্দুমাত্র তাঁর না। সমস্যা আপনার মনে হওয়াতে। স্বাধীনতা মানে স্ব-অধীনতাই, এই সহজ সুত্রটাতো মানেন!!

আপনারটা হলে স্বাধীনতা, উনারটা হলে অধীনতা এইটা খুবই মৌলবাদী চিন্তা হয়ে গেলো আর কি!! পৃথিবীর সব স্বাধীনতাই কোন না কোনভাবে কোন না কোন সিস্টেম দ্বারা প্রভাবিত, পরিবেশ-প্রতিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়।

এখন কোন পরিবেশ, প্রতিবেশ, রাজনীতি, বাজার অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, কালচারাল ফেনোমেনা এই পছন্দগুলোকে প্রভাবিত করছে সেই ফ্যাক্ট এনালিসিসটা বরং জারি রাখুন প্রিয় ভাই ও বোনেরা! বোরকা আর বিকিনি তো এসবের বাহক মাত্র!! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়