শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিয়া নাসরিন: কে কী পোশাক পরবে, সেটা তাকেই ঠিক করতে দিন

সাদিয়া নাসরিন: দু’বছর আগে একজন ফেমিনিস্ট এ্যকটিভিস্টকে দলবলে সাইবার বুলিং করছিলো একজন সাংসদের চ্যালাচামুন্ডারা। উনার কন্যাশিশুকে নিয়ে সমুদ্রে নামা, শর্টস পরা এইসব নিয়েই বুলিং হচ্ছিলো। আমরা স্বাভাবিকভাবেই প্রতিবাদ করছিলাম। খুব জেরালো ভাষায় বলছিলাম যে, একজন মা তার সন্তানকে নিয়ে সমুদ্রে হাঁটছেন, সেই সৌন্দর্যটুকু দেখুন, পোষাক না। আর পোষাক দেখলেও চোখ সয়ে নেন, কারণ পছন্দটা তার, শরীরটাও তার।

আজকেও যারা বোরকা পরে ছেলেকে নিয়ে ক্রিকেট খেলতে নামা মাকে আগাগোড়া বুলিং করছেন, তাদের বলছি, একজন মা তার ছেলেকে নিয়ে মনের আনন্দে ক্রিকেট খেলছেন। সেই খেলার আনন্দটুকু দেখুন, ইচ্ছেটা দেখুন, তার পরনের বোরকার দৈর্ঘ্য, প্রস্থ, ঘনত্ব এইসব না।

কে বিকিনি পরে সাতারে নামবে আর কে বোরকা পরে খেলতে নামবে, কে মাঘ মাসের শীতে স্লীভলেস পরবে আর কে ভাদ্রমাসের গরমে বোরকা হিজাব পরবে সেটা যার যার শরীর তাকেই ঠিক করতে দিন। শরীর যার, আরামও তার।

শর্টস পরে সন্তানকে নিয়ে সমুদ্রে নামা বা সুইমিং কস্টিউম পরা কাউকে দেখে যদি কারো “ইউরোপীয়ান মা” মনে করে তার দায় যেমন সেই মায়ের না, এখন বেরকা পরা মা-কে দেখে “আফগান মা” মনে হলেও তার দায় বিন্দুমাত্র তাঁর না। সমস্যা আপনার মনে হওয়াতে। স্বাধীনতা মানে স্ব-অধীনতাই, এই সহজ সুত্রটাতো মানেন!!

আপনারটা হলে স্বাধীনতা, উনারটা হলে অধীনতা এইটা খুবই মৌলবাদী চিন্তা হয়ে গেলো আর কি!! পৃথিবীর সব স্বাধীনতাই কোন না কোনভাবে কোন না কোন সিস্টেম দ্বারা প্রভাবিত, পরিবেশ-প্রতিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়।

এখন কোন পরিবেশ, প্রতিবেশ, রাজনীতি, বাজার অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, কালচারাল ফেনোমেনা এই পছন্দগুলোকে প্রভাবিত করছে সেই ফ্যাক্ট এনালিসিসটা বরং জারি রাখুন প্রিয় ভাই ও বোনেরা! বোরকা আর বিকিনি তো এসবের বাহক মাত্র!! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়