শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার কোভিডে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা আফতাব শিবদশানি

হ্যাপি আক্তার: [২] করোনায় আক্রান্ত হলেন অভিনেতা আফতাব শিবদাসানি। তবে কোভিডে আক্রান্ত হলেও, তাঁর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান অভিনেতা।

[৩] আফতাব শিবদশানি সঙ্গে যারা ১৪ দিনের মধ্যে দেখা করেছেন সকলের টেস্ট করা হচ্ছে। আফতাব নিজেও সোশ্যাল মিডিয়ায় সকলকে অনুরোধ করেন টেস্ট করাতে। তবে আফতাবের করোনা লক্ষণ একেবারেই সামান্য।

[৪] নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন আফতাব। সেখানেই তিনি জানান, কোভিড ১৯-এ আক্রান্ত তিনি। সম্প্রতি তাঁর জ্বর আসে। সেই সঙ্গ অল্পস্বল্প কাশিও শুরু হয়। এরপর পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। তবে উপসর্গ যেহেতু মৃদু, তাই চিকিতসকদের পরামর্শ অনুযায়ী বাড়িতে রয়েছেন। করোনার সঙ্গে লড়াই করতে প্রত্যেকের প্রার্থনা করুন বলেও আবেদন করেন আফতাব।

[৫] কণিকা কাপুর বিদেশ থেকে ফেরার পর প্রথম করোনায় আক্রান্ত হন। বলিউড গায়িকার পর আক্রান্ত হন প্রযোজক করিম মোরানি এবং তাঁর দুই মেয়ে জোয়া মোরানি ও সাজা মোরানি। এরপরই অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের আক্রান্ত হওয়ার খবর মেলে। সেই সঙ্গে আক্রান্ত হয় আরাধ্যা বচ্চনও। অমিতাভ এবং অভিষেককে প্রথমে হাসপাতালে ভর্তি করা হলেও ঐশ্বর্য এবং আরাধ্যা বাড়িতে ছিলেন। পরে ঐশ্বর্যর শ্বাসকষ্ট শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে প্রত্যেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সূত্র: জি২৪, নিউজ১৮বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়