শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার কোভিডে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা আফতাব শিবদশানি

হ্যাপি আক্তার: [২] করোনায় আক্রান্ত হলেন অভিনেতা আফতাব শিবদাসানি। তবে কোভিডে আক্রান্ত হলেও, তাঁর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান অভিনেতা।

[৩] আফতাব শিবদশানি সঙ্গে যারা ১৪ দিনের মধ্যে দেখা করেছেন সকলের টেস্ট করা হচ্ছে। আফতাব নিজেও সোশ্যাল মিডিয়ায় সকলকে অনুরোধ করেন টেস্ট করাতে। তবে আফতাবের করোনা লক্ষণ একেবারেই সামান্য।

[৪] নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন আফতাব। সেখানেই তিনি জানান, কোভিড ১৯-এ আক্রান্ত তিনি। সম্প্রতি তাঁর জ্বর আসে। সেই সঙ্গ অল্পস্বল্প কাশিও শুরু হয়। এরপর পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। তবে উপসর্গ যেহেতু মৃদু, তাই চিকিতসকদের পরামর্শ অনুযায়ী বাড়িতে রয়েছেন। করোনার সঙ্গে লড়াই করতে প্রত্যেকের প্রার্থনা করুন বলেও আবেদন করেন আফতাব।

[৫] কণিকা কাপুর বিদেশ থেকে ফেরার পর প্রথম করোনায় আক্রান্ত হন। বলিউড গায়িকার পর আক্রান্ত হন প্রযোজক করিম মোরানি এবং তাঁর দুই মেয়ে জোয়া মোরানি ও সাজা মোরানি। এরপরই অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের আক্রান্ত হওয়ার খবর মেলে। সেই সঙ্গে আক্রান্ত হয় আরাধ্যা বচ্চনও। অমিতাভ এবং অভিষেককে প্রথমে হাসপাতালে ভর্তি করা হলেও ঐশ্বর্য এবং আরাধ্যা বাড়িতে ছিলেন। পরে ঐশ্বর্যর শ্বাসকষ্ট শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে প্রত্যেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সূত্র: জি২৪, নিউজ১৮বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়