কূটনৈতিক প্রতিবেদক : [২] হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তো এই সফরে উভয় দেশের মধ্যে একটি নথিপত্র (ইনস্ট্রুমেন্ট) স্বাক্ষর হবে।
[৩] বুধরার মধ্যে রাতে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সংক্ষিপ্ত সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরে যাবেন পিটার সিজার্তো ।
[৪] তিনি সকাল ১১ টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তিনি বৈঠক করবেন। বৈঠকে উভয় দেশের সম্পর্ক ও বাণিজ্যি উনয়ণের বিষয়গুলো গুরুত্ব পাবে।
[৫] বিকেল পৌনে তিনটায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।
[৬] বিকেল ৪ টায় দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
[৭] পিটার সিজার্ত ঢাকায় এসেই সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে যান এবং সেখানে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।