শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ক্রিকেটের ভালোর জন্য ভারত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আইসিসির সভাপতি নির্বাচিত করা যাবে না’

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্ব ক্রিকেটের শাসক সংস্থা আইসিসির গভর্নিং বডি তাদের নতুন সভাপতি নির্বাচনে এখন পর্যন্ত ঐক্যমতে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি বললেন, নতুন সভাপতি ক্রিকেটের তিন মোড়ল তথা ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরে হওয়া উচিত।

[৩] শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হয়েছে অনেক দিন হয়ে গেলেও সভাপতি নির্বাচনে এখনো তার উত্তরসূরি খুঁজে নিতে পারেনি আইসিসি। বিশ্ব ক্রিকেট সংস্থার প্রধানের চেয়ারে ঘুরে ফিরে আসছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা সৌরভ গাঙ্গুলির নাম।

[৪] শোনা যাচ্ছে আইসিসি সভাপতি পদে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান কলিন গ্রেভস, নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সাবেক প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনের নামও।
কিন্তু পিসিবি প্রধান এহসান মানির মতে, যেহেতু অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড বোর্ড মিলে ক্রিকেটে আগে রাজনীতি ঢুকিয়েছে তাই ক্রিকেটের ভালোর জন্য দেশ তিনটি থেকে নতুন সভাপতি নির্বাচন করা উচিত হবে না। - জি নিউজ

[৫] ভারতের শশাঙ্ক মনোহরের বিদায়ের পর গত জুলাই থেকে আইসিসির সভাপতির পদটি পড়ে রয়েছে শূন্য। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইমরান খাজা। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে না সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসির বোর্ড।

[৬] সভাপতি নির্বাচনে এত সময় লাগার ব্যাপারটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন মানি। তিনি বলেন,এত সময় নেওয়াটা দুর্ভাগ্যজনক। নিজেদের স্বার্থ রক্ষার জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত ২০১৪ সালে রাজনীতি টেনে এনেছে। এখন তারা সেখান থেকে বের হওয়ার লড়াই করছে। কেননা এটা একটুও তাদের স্বার্থ হাসিল করেনি। - ক্রিকইনফো/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়