শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার মেঘনায় আ.লীগের দ্বন্দ্ব চরমে

এইচএম দিদার, (মেঘনা, কুমিল্লা):[২] কুমিল্লার সর্বশেষ উত্তরের উপজেলা মেঘনা। উপজেলাটি এক সময় যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা হলেও আ.লীগ সরকারের টানা তৃতীয় বারের ঘষা মাজায় এখন সুন্দর্য্যের লীলাভূম।

[৩] এ এলাকার বর্তমান সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া আ.লীগ থেকে টানা তিনবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। এ এলাকার সার্বিক উন্নয়নে তারই সুনিপুণ হাতের পরশ লেগে আছে। তবে মেঘনা উপজেলা আ.লীগে দলীয় কোন্দল ও মন কষাকষি থাকলেও জাতীয় নির্বাচনে আ.লীগের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়।উপজেলা জন্ম লগ্নের পর থেকে গেলো তিনটি জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও ইউপি নির্বাচনে আ.লীগের জয়জয়কার হয়েছিলো। বিগত দিনের নির্বাচনী পরীক্ষার সমীকরণ বলে দেয় মেঘনা আ.লীগ তুমুল শক্তিশালী।

[৪] দ্বিধা বিভক্তির পথে তৈরী হয়েছে আ.লীগের দুই পক্ষ। একপক্ষ বর্তমান উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন শিকদার সমর্থক গোষ্ঠী অপরপক্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম সমর্থক গোষ্ঠী ।তবে এবার মেঘনা উপজেলা আ.লীগ চরম দ্বন্দ্বের রোষানলে পরেছে। এসব দ্বন্দ্ব এখন খবরের পাতায় চাউর হচ্ছে। উভয় পক্ষের চলছে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। দোষ দিচ্ছেন একে অপরের।

[৫] কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নাসিরউদ্দিন শিশির জানান," কিছু স্বার্থান্বেষী মহল দলীয় ইমেজ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে যা অনভিপ্রেত। আর যদি আ.লীগের এ সংকট চলমান থাকে তা অবশ্যই দলের জন্য ক্ষতিকর। আমি চাই এ সংকট খুব দ্রুত নিরসন হোক।"

[৬] মেঘনা উপজেলা আ.লীগের সভাপতি সফিকুল আলম জানান," কিছুদিন যাবৎ কোন্দল চলছে তা ঠিক,তবে আমি চাই এসব দ্বিধা -দ্বন্দ্ব টেবিলে বসে সমাধান হোক কারণ নি:সন্দেহে মেঘনা উপজেলা আ.লী একটি বড় ও শক্তিশালী পরিবার এখানে একসাথে চলতে-বসতে দ্বন্দ্ব থাকাটা স্বাভাবিক। তবে আমি সমাধানযোগ্য পথে হাঁটতে চাই।"

[৭] এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম. রহুল আমীন বলেন," আমি মেঘনা উপজেলার আ.লীগের অন্ত:র্কোন্দলের বিষয়ে অবগত নই"।

  • সর্বশেষ
  • জনপ্রিয়