শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার মেঘনায় আ.লীগের দ্বন্দ্ব চরমে

এইচএম দিদার, (মেঘনা, কুমিল্লা):[২] কুমিল্লার সর্বশেষ উত্তরের উপজেলা মেঘনা। উপজেলাটি এক সময় যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা হলেও আ.লীগ সরকারের টানা তৃতীয় বারের ঘষা মাজায় এখন সুন্দর্য্যের লীলাভূম।

[৩] এ এলাকার বর্তমান সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া আ.লীগ থেকে টানা তিনবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। এ এলাকার সার্বিক উন্নয়নে তারই সুনিপুণ হাতের পরশ লেগে আছে। তবে মেঘনা উপজেলা আ.লীগে দলীয় কোন্দল ও মন কষাকষি থাকলেও জাতীয় নির্বাচনে আ.লীগের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়।উপজেলা জন্ম লগ্নের পর থেকে গেলো তিনটি জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও ইউপি নির্বাচনে আ.লীগের জয়জয়কার হয়েছিলো। বিগত দিনের নির্বাচনী পরীক্ষার সমীকরণ বলে দেয় মেঘনা আ.লীগ তুমুল শক্তিশালী।

[৪] দ্বিধা বিভক্তির পথে তৈরী হয়েছে আ.লীগের দুই পক্ষ। একপক্ষ বর্তমান উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন শিকদার সমর্থক গোষ্ঠী অপরপক্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম সমর্থক গোষ্ঠী ।তবে এবার মেঘনা উপজেলা আ.লীগ চরম দ্বন্দ্বের রোষানলে পরেছে। এসব দ্বন্দ্ব এখন খবরের পাতায় চাউর হচ্ছে। উভয় পক্ষের চলছে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। দোষ দিচ্ছেন একে অপরের।

[৫] কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নাসিরউদ্দিন শিশির জানান," কিছু স্বার্থান্বেষী মহল দলীয় ইমেজ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে যা অনভিপ্রেত। আর যদি আ.লীগের এ সংকট চলমান থাকে তা অবশ্যই দলের জন্য ক্ষতিকর। আমি চাই এ সংকট খুব দ্রুত নিরসন হোক।"

[৬] মেঘনা উপজেলা আ.লীগের সভাপতি সফিকুল আলম জানান," কিছুদিন যাবৎ কোন্দল চলছে তা ঠিক,তবে আমি চাই এসব দ্বিধা -দ্বন্দ্ব টেবিলে বসে সমাধান হোক কারণ নি:সন্দেহে মেঘনা উপজেলা আ.লী একটি বড় ও শক্তিশালী পরিবার এখানে একসাথে চলতে-বসতে দ্বন্দ্ব থাকাটা স্বাভাবিক। তবে আমি সমাধানযোগ্য পথে হাঁটতে চাই।"

[৭] এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম. রহুল আমীন বলেন," আমি মেঘনা উপজেলার আ.লীগের অন্ত:র্কোন্দলের বিষয়ে অবগত নই"।

  • সর্বশেষ
  • জনপ্রিয়