শিমুল মাহমুদ: [২] ঢাকা দুই সিটির ১৩৯টি ওয়ার্ডের ৩০৫.৮৭১ বর্গ কিলোমিটার ভূমির ওপর জলাশয়, খোলা উদ্যান ও স্থাপনা নির্মাণের বিবেচনায় রিমোট সেন্সিং ইমেজ বিশ্লেষণ ও জিআইএস প্রযুক্তির মাধ্যমে এ সমীক্ষাটি চালায় ‘সবুজ আন্দোলন’ ।
[৩] সমীক্ষায় উঠে আসে, গেল ২০ বছরে ঢাকায় ঘরবাড়ি বেড়েছে ১৩ শতাংশ। জলাশয় এবং খোলা জায়গা আছে ৬ শতাংশেরও কম। পরিবেশবাদীদের মতে, একটি বাসযোগ্য নগরীর জন্য প্রয়োজন ২৫ ভাগ বনভূমি ।
[৪] স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বায়ুমান গবেষক অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকাবাসীকে বাঁচাতে প্রয়োজনে আন্দোলন করে হলেও বাসযোগ্য শহর নিশ্চিতে সরকারকে, সিটি কর্পোরেশনে বাধ্য করতে হবে। আর জনগণকেই এ কাজ করতে হবে।
[৫] তিনি আরও বলেন, যথেষ্ট সবুজায়ন থাকলে বায়ুদূষণ এতটা ভয়াবহ পর্যায়ে যেত না। ঢাকাকে আমরা কতটা নষ্ট করেছি তা করোনাকালে স্পষ্ট হয়েছে।
[৬] বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, আমরা উন্নত নগর গড়ছি, আধুনিকায়ন করছি কিন্তু সেই উন্নয়ন বাস্তবসম্মত হচ্ছে কিনা তা ভাবছি না। ভেবেচিন্তে পরিকল্পনা করলে একটি টেকসই দেশ গড়া সম্ভব হবে।
[৭] সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সরদার সবুজ আন্দোলনের পক্ষ থেকে ‘বাসযোগ্য ঢাকা’ গড়তে ঢাকার চারপাশে নদী ও খালের পাড়, রেললাইনের দুই ধারে ও অনুমোদিত সকল আবাসন প্রকল্পে ২৫শতাংশ বনায়ন নিশ্চিত করা, নদী ও খালের পানিকে দূষণ মুক্ত রাখতে ইটিপি ফর্মুলা শতভাগ নিশ্চিত করা এবং সর্বস্তরে পাঠ্যসূচিতে পরিবেশ শিক্ষা ও আইন অন্তর্ভুক্ত করাসহ ৮ দফা দাবি তুলে ধরেন।
[৮] মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাসযোগ্য ঢাকা গড়তে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়।
[৯] দেশের বনভূমির দখলচিত্র ও নগরীর বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটি তুলে ধরায় কেফায়েত শাকিলকে এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়। এছাড়া, বায়ুদূষণ রোধে গবেষণায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতায় একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হোসেন সোহেল, পরিবেশ সংরক্ষণে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার জয়শ্রী ভাদুড়ী, পরিবেশ আইনের প্রচারে নাগরিক টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারাহ হোসাইন এবং হোমিওপ্যাথি গবেষণা ও সবুজায়নে ডা. মাহতাব হোসাইন মাজেদকে ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২০’ প্রদান করে সবুজ আন্দোলন। সম্পাদনা : রায়হান রাজীব