শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে নিজ বাড়িতেই জিরাফ পুষছেন এক ব্যক্তি!

ডেস্ক রিপোর্ট : এমন অনেক মানুষ আছেন, যারা কিনা বাড়িতে কুকুর, বিড়াল, পায়রা ইত্যাদি পোষেন। তবে আপনি কি কখনও কাউকে বাড়িতে জিরাফ পুষতে দেখেছেন? এমনই অদুভূত কাণ্ড ঘটেছে পাকিস্তানের করাচিতে। সেখানে এক ব্যক্তি বাড়িতে পুষছেন জিরাফ।

সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির ছাদ থেকে গলা বাড়িয়ে উঁকি মারছে জিরাফ। এইভাবে বনের জীব জন্তুকে বাড়িতে আটকে রাখায় রীতিমতো ক্ষুদ্ধ্ব এলাকার মানুষ।

পাকিস্তানি চ্যানেল জিও টিভির রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, জিরাফ পোষার ব্যাপারটি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সিন্ধু বন্যজীবন বিভাগের কনজারভেটারে। তবে এই জিরাফের মালিক কে তা এখনও জানা যায়নি।

পাকিস্তানে বন্য প্রাণের স্বার্থে কাজ করা জাভেদ মাহর লিখেছেন, “আমরা এমন একটি সমাজে বাস করি যা ব্যক্তি দ্বারা নয় … আইন দ্বারা পরিচালিত হয়।” নাগরিক সমাজে একটি দায়িত্ব আছে। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা এর বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি।”

তিনি জানিয়েছেন, এর আগেও ওই জিরাফের মালিককে বলা হয়েছে, এটি আবাসিক এলাকা। তাকে অনুরোধ করা হয়েছে, তিনি যাতে জিরাফকে ফার্ম হাউসে স্থানান্তর করেন। এছাড়া জানা গিয়েছে ওই মালিকের কাছে, মিনি জু খোলার অনুমতি থাকলেও, তাতে হাতি এবং জিরাফ রাখার অনুমতি নেই।

এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সাধারণ মানুষ। অনেকে বলছেন, এমন টাকা পয়সা বা সম্পত্তির কী দরকার আছে, যাতে কিছু বন্য প্রাণী এবং আশেপাশের মানুষদের সমস্যা সৃষ্টি হয়? কোনও আবাসিক এলাকায় বন্য প্রাণী রাখা ঠিক কি না তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়