মহসীন কবির : [২] করোনা পরবর্তী চিকিৎসার জন্য ফলোআপ ক্লিনিক চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ। শনিবার (২৯ আগস্ট) সকালে বর্হিবিভাগে এই ক্লিনিকের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য কনক কান্তি বড়ুয়া। ডিবিসি টিভি
[৩] কনক কান্তি বড়ুয়া বলেন, করোনা আক্রান্ত রোগীরা সুস্থ হওয়ার পরও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এ নিয়ে তারা যেন সঠিক চিকিৎসা পায় সে লক্ষ্যেই কোভিড পরবর্তী ফলোআপ ক্লিনিক চালু করা হয়েছে। এসময় করোনা পরবর্তী এই ফলোআপ ক্লিনিক অন্যান্য হাসপাতালেও চালু করতে স্বাস্থ্য অধিদপ্তরকে পরামর্শ দেন তিনি।