শিরোনাম
◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত? ◈ ইসির চিঠিতে ‘আমজনতার দল’-এর নিবন্ধন না দেওয়ার নয় কারণ প্রকাশ ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ‌কে ৩ রা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ সমতায় নিউ‌জিল‌্যান্ড  ◈ এবার কোচ হ‌য়ে জাতীয় দলের ড্রেসিং রু‌মে রোমাঞ্চিত আশরাফুল ◈ ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে : তারেক রহমান ◈ পদ না ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে যা জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুদ্ধবাজ প্রেসিডেন্ট চান না মার্কিনীরা : ইউগভ জরিপ

রাশিদ রিয়াজ : [২] নতুন এই জরিপ বলছে মার্কিন নেতারা যুদ্ধ নয় বাস্তব বৈদেশিক নীতি ও অভ্যন্তরীণ প্রয়োজনের দিকে নজর দিক। শীতল যুদ্ধের পর ইরাক, আফগানিস্তান, বলকান, লিবিয়া, সিরিয়া সহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় যে রক্তক্ষয়ী যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়েছে তা পছন্দ করছে না মার্কিনীরা। চার্লস কোচ ইনস্টিটিউট এ জরিপে সাহায্য করে।

[৩] প্রেসিডেন্ট ট্রাম্পও আফগানিস্তান যুদ্ধের অবসান চান, জার্মানি থেকে সেনা হ্রাস করেছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে মার্কিন ঘাঁটি বাবদ খরচ দাবি করেছেন। বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেনের মত ডেমোক্রেট নেতারাও বলছেন মার্কিনীরা যুদ্ধের মত ভারী বোঝা নিয়ে ক্লান্ত।

[৪] গত ২৪ থেকে ২৭ জুলাই পরিচালিত ইউগভ’এর জরিপে ২ হাজার মানুষ অভিমত দেন। ৬২ শতাংশ মার্কিনী বলেছেন চীন ও ভারতের মধ্যে যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া উচিত নয়। ১২ শতাংশ ভারতের এবং ৩ শতাংশ চীনের পক্ষে থাকার মত দিয়েছেন।

[৫] তাইওয়ানে চীন সামরিক শক্তি ব্যবহার করলে ২৭ শতাংশ মার্কিন সেনা ব্যবহারের পক্ষে, ৩৯ শতাংশ বিপক্ষে।

[৬] জরিপে ৭৫ শতাংশই চান মধ্যপ্রাচ্যে অন্তহীন যুদ্ধের অবসান ও সামরিক জট এড়িয়ে চলতে। ৮২ শতাংশ রিপাবলিকারেও একই অভিমত।

[৭] ৭৪ শতাংশ ইরাক থেকে এবং ৭৬ শতাংশ আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফিরিয়ে আনার পক্ষে। ১১ শতাংশ দ্বিমত পোষণ করেন। সিংহভাগ চান ইউরোপে মার্কিন সেনা হ্রাস করতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়