শিরোনাম
◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার ◈ শরিফ ওসমান বিন হাদি হত্যায় জাতিসংঘের উদ্বেগ, দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা ◈ শহীদ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন, বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি ◈ ওসমান হাদির মরদেহ দেখার সুযোগ থাকবে না ◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়ার্নের আট গোল খেয়ে বার্সার কোচের চাকরি হারালেন সেতিয়েন

রাহুল রাজ : [২] আর্নেস্তো ভালভার্দের বিদায়ের পর বার্সেলোনার গুরুভার পেয়েছিলেন কিকে সেতিয়েন। তবে তার দায়িত্বকালীন নাতিদীর্ঘ সাত মাসে কেবল ব্যর্থতারই প্রকাশ পেয়েছে। গুঞ্জন উঠেছিল সেতিয়েনকে নিয়ে ড্রেসিংরুমের কোনো ফুটবলারই সন্তুষ্ট নন, দলের প্রাণভোমরা মেসিসহ অনেকেই চান তার বিদায়।

[৩] মেসিদের পছন্দ-অপছন্দ নিয়ে কোনো ফলাফল না আসলেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে স্মরণকালের সেরা লজ্জাজনক হারের পর বার্সেলোনায় কিকে সেতিয়েন অধ্যায়ের অবসানের জানান দিলেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

[৪] বায়ার্নের সঙ্গে ঐতিহাসিক হারের পর ক্লাবের আরও অনেক পদে এবং পর্যায়ে পরিবর্তন আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল এবং প্রধান নির্বাহী অস্কার গ্রাউ-ও পদ হারাতে পারেন বলে খবর বেরিয়েছে স্প্যানিশ গণমাধ্যমে।

[৫] বায়ার্নের কাছে বার্সেলোনার ৮-২ গোলের হার ক্লাবটির জন্য প্রায় ৭৪ বছর পুরনো দুঃস্মৃতি ফিরিয়ে এনেছে। শেষ ১৯৪৬ সালে সেভিয়ার কাছে কোপা দেল রে-র শেষ ষোলয় ৮ গোল হজম করেছিল ক্লাবটি। বায়ার্নের বিপক্ষে ৬ গোলে হেরেছে বার্সেলোনা, চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের ইতিহাসে এত বড় ব্যবধানে এর আগে হারেনি কোনো দল।

[৬] দলের পরিবর্তনের শুরুটা হচ্ছে ম্যানেজার সেতিয়েনকে দিয়ে। একটি কাতালান রেডিও স্টেশনের সঙ্গে সাক্ষাৎকারে সেতিয়েনের ব্যাপারে সিদ্ধান্তের কথা জানান বার্তোমেউ, “সেতিয়েন বাদ।” তবে ক্লাবের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সেতিয়েনের বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

[৭] আপাতত নতুন কোচের ব্যাপারে নিশ্চিত হয়েই বার্সেলোনা সেতিয়েনকে বরখাস্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে ধারণা করা যাচ্ছে।
সূত্র : ঢাকা টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়