শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়া-তুরস্ক বিমান যোগাযোগ চালুর প্রথম দিনেই ২৩ হাজার রুশ নাগরিক এল আনাতালিয়াতে

রাশিদ রিয়াজ : কোভিডের কারণে রাশিয়ার সঙ্গে তুরস্কের বিমান যোগাযোগ ৫ মাস পর চালু হওয়ার পর ২৩ হাজারেরও বেশি রুশ পর্যটক দেশটির আনাতালিয়াকেই ভ্রমণের জন্যে বেছে নিলেন। গত সপ্তাহের সোমবার একদিনে ৮০টি ফ্লাইটে করে এরা গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আসেন। এ্যাসোসিয়েশন অব রাশিয়ান ট্যুর অপারেটরসের চেয়ারপারর্সন মায়া লোমিডজ বলেন এবার কম করে হলেও ৫০ লাখ রুশ পর্যটক তুরস্কে যাচ্ছেন। মস্কোতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন তুরস্ক হচ্ছে তাদের প্রথম পছন্দ। ডেইলি সাবা

তুরস্কের সঙ্গে অনেক দেশের ফ্লাইট এখনো কোভিডের কারণে বন্ধ রয়েছে। তাই রুশ নাগরিকরা ইস্তাম্বুলকে ট্রানজিট রুট হিসেবেও বেছে নিচ্ছে। গত বছর ৭০ লাখ রুশ নাগরিক তুরস্ক ভ্রমণ করেন। তাদের পছন্দের শীর্ষে ছিল আনাতালিয়া। আনাতালিয়া শহরে অন্তত ৫৫ লাখ পর্যটক গতবছর ভ্রমণ করেন যা রাশিয়ার বিদেশগামী পর্যটকদের ৩৫ শতাংশ। এবার এ সংখ্যা কম করে হলেও ৪০ লাখ ছাড়িয়ে যাবে।

তুরস্কের জাতীয় এয়ারলাইন্স খুবই কম খরচে রাশিয়া থেকে তুরস্কের আনাতালিয়া, দালামান ও বডরামে ভ্রমণের সুযোগ দেয়। ইউনিয়ন অব মেডিটেরিয়ান টুরিস্টিক হোটেলিয়ারস এন্ড অপারেটরসের প্রধান এরকান ইয়াগচি বলেন কোভিডের কারণে রুশ পর্যটক আসতে পারেনি বলে তুরস্কের অর্থনীতিতে তা এক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় স্বাভাবিকভাবেই।

ইয়াগচি বলেন নিরাপদ ভ্রমণের জন্যে রুশ পর্যটকরা তুরস্ককে বেছে নেয়। ফ্লাইফ ফের চালু হওয়ায় আমরা এখন আশাবাদী। রুশরা ভ্রমণ পছন্দ করে। আনাতালিয়ার প্রকৃতি ও সংস্কৃতি তাদের খুবই পছন্দ। সৈকত, সমুদ্র ভ্রমণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন তারা ঘুরে ফিরে দেখেন। গত ১০ দিন ধরে রুশ পর্যটকরা অনবরত তুরস্কে হোটেল বুকিং দিয়ে যাচ্ছেন।

এদিকে তুরস্কে পর্যটকদের ভ্রমণ যাতে নিরাপদ হয় সেজন্যে কোভিড পরিস্থিতি অনুযায়ী সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। খাবার সহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়