শিরোনাম
◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরার অপহৃত গার্মেন্টকর্মী রূপগঞ্জে উদ্ধার: গ্রেফতার ১

মো.বশির উদ্দিন: [২] রোববার দুপুরে রূপঞ্জের বরপা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মো. আরিফ হোসেনকে (২১) গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। ওই দিন দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়। ওই দিন অপহৃতকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যায় পুলিশ।

[৩] গ্রেফতার আরিফ চাঁদপুরের কচুয়া থানার রহিমা নগর গ্রামের মো. জামাল মিয়ার ছেলে। বর্তমানে তারা বামৈল পূর্বপাড়া কেরু সোহেলের বাড়ীর ভাড়াটিয়া। এ ঘটনায় ভুক্তভোগীর মামা রোববার গ্রেফতার আরিফের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।

[৪] অপহৃত ও তার পরিবারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মোহাম্মদ শরিফুজ্জামান বলেন, গার্মেন্টে যাওয়ার পথে প্রতিনিয়ত আরিফ মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। এদিকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আরিফ মেয়েটির ওপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে গত ১৫ আগস্ট শনিবার সকালে গার্মেন্টে যাওয়ার পথে আরিফ পূর্ব পরিকল্পিতভাবে ওই গার্মেন্টকর্মীকে অপহরণ করে। এদিকে নির্দিষ্ট সময়ে মেয়েটি বাসায় না আসায় এ বিষয়ে অপহৃতের মামা ডেমরা থানায় যোগাযোগ করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়