শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালখালীতে ভূমিদস্যু আব্দুল আলীম গ্রেফতার

বোয়ালখাল প্রতিনিধি : [২] বোয়ালখালীতে আব্দুল হালিম নামে এক ভূমিদস্যুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের আহল্লা-সাদার পাড়ার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৩] জানা যায়, স্থানীয় মো.মীর কাশেমগং এর সাথে আব্দুল হালিমের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। ১৩ আগস্ট দুপুর ২টার সময় পটিয়া আদালত হতে সিএনজি যোগে মীর কাশেম স্বস্ত্রীক বাড়ীতে আসার পথে পূর্ব শক্রুতার জেরধরে আব্দুল হালিম দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মীর কাশেম ও তার স্ত্রীর উপর উপর্যপুরী হামলা চালায়। এতে আবুল কাশেম ও তার স্ত্রী রেহানা আক্তার চৌধুরী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়েরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় মো.মীর কাশেম বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় শনিবার ভোররাতে আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়।

[৪] ভূমিদস্যু আব্দুল হালিমের বিরুদ্ধে একাধিক মানুষের জায়গা-জমি জোরপূর্বক দখল এবং কড়লডেঙ্গা পাহাড়ে সরকারী জায়গা জবর দখলের অভিযোগ এনে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ একাধিক ব্যক্তি।

[৫] এ ছাড়াও মীর কাশেম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম দক্ষিণ এর আদালত এ মামলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চট্টগ্রাম ডেপুটি কমিশনার, চট্টগ্রাম পুলিশ সুপার, চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক মামলা ও অভিযোগ করেন।

[৬] বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম জানান, মীর কাশেম নামের জনৈক ব্যক্তির দায়েরকৃত মামলায় আব্দুল হালিমকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়