সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, কোনো ব্যক্তি ও স্বার্থান্বেষীদের জন্য জাতীয় শোক দিবসের পরিবেশ যেন বিনষ্ট না হয়। একই সঙ্গে চিরায়ত ঐতিহ্য দলের মূল্যবোধ যাতে ক্ষুন্ন না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
[৩] তিনি বলেন, সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশবাসীকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার আদর্শে দেশ গড়ার মহান ব্রতে অঙ্গীকারাবদ্ধ হয়ে ১৫ আগস্ট পালন করতে হবে।
[৪] শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পটভূমিতে দাঁড়িয়ে ১৫ আগস্ট উপলক্ষে দলের কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করুন। একই সঙ্গে দেশের সব প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের প্রতিও দিবসটি পালনের আহবান জানান তিনি।
[৫] তিনি বলেন, ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফিরে আসায় বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়। সততা, সফলতা ও সাহসিকতার সঙ্গে করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
[৬] বৃহস্পতিবার শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু