ডেস্ক রিপোর্ট : কয়েক যুগের ল্যাপটপ ব্যবসা থেকে সরে গেল তোশিবা। সম্প্রতি এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে জাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
বিবিসি জানায়, দুই বছর আগে ৩ কোটি ৬০ লাখ ডলারে আরেক জাপানি কোম্পানি শার্পের কাছে ল্যাপটপ ব্যবসার ৮০ দশমিক ১ শতাংশ বিক্রি করে দেয় তোশিবা।
শার্পের পক্ষ থেকে তোশিবার বাকি ১৯ শতাংশ শেয়ারও কেনার কথা বলা হয়েছে। চুক্তির পরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ল্যাপটপ ব্যবসা থেকে সরে আসার কথা জানায় তোশিবা।
এর মধ্যে দিয়ে ৩৫ বছরের পুরোনো ল্যাপটপ ব্যবসাকে বিদায় জানাল জাপানি কোম্পানি।
তোশিবা জানায়, ২০১৮ সালের অক্টোবরে ৮০ শতাংশের বেশি মালিকানা শার্পের কাছে স্থানান্তর হয়। পরের বছর জানুয়ারিতে তোশিবার ল্যাপটপের নাম হয় ডায়নাবুক।
এ বছরের ৩০ জুন তোশিবার বাকি শেয়ার কিনে নেয় শার্প। তোশিবা পুরো মালিকানা শার্পের কাছে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে।
১৯৮৫ সালে ‘টি ১১০০’ নামে এক পণ্য দিয়ে পিসি বাজারে প্রবেশ করে তোশিবা। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত শীর্ষ পিসি নির্মাতার তালিকায় ছিল তোশিবা।