শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার মিশন শুরু আসিফের

পূর্বপশ্চিম : করোনার মাঝেও গানের গতি কমেনি জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের। বরং নিয়মিতই নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। গেল কোরবানির ঈদে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ হয় আসিফের গাওয়া বেশকিছু গান। এরমধ্যে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পাওয়া আসিফ-মৌটুসীর ‘তুমি এলে’ গানটি বেশ প্রশংসিত হয়।

অন্যদিকে ওপার বাংলার খ্যাতিমান সংগীতজ্ঞ কবির সুমনের সুর ও সংগীতেও এরইমধ্যে দুটি গান প্রকাশ হয়েছে এ শিল্পীর, যা আসিফের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে কবির সুমনের কথা-সুরে আসিফের গাওয়া ‘সিরিয়ার ছেলে’ গানটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। অন্যদিকে সুমনের কথা-সুরে ‘লুকানো মানিক’ শিরোনামের একটি গানও প্রকাশ হয়েছে আসিফের।

এভাবেই নতুন আরো গান সামনে প্রকাশ হবে তাদের দুজনের। শুধু আসিফই নন, কবির সুমন নিজেও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসিফের জন্য গান তৈরি করতে গিয়ে। একটি ভিডিও বার্তাও তিনি পাঠিয়েছেন।

এদিকে ঈদের আগে টানা ব্যস্ততায় কাটিয়েছেন আসিফ আকবর। ঈদের কয়েকটা দিন ছিলেন বিশ্রামে। খুব শিগগিরই আবার রেকর্ডিং-শুটিংয়ে মগ্ন হবেন বলে জানালেন তিনি।

আসিফ আকবর বলেন, ঈদের আগে টানা ব্যস্ততায় ছিলাম। একের পর এক গান রেকর্ডিং করেছি। তবে শুটিং কম করেছি। করোনা পরিস্থিতির কারণে মিউজিক ভিডিও তেমন করছি না। যদিও এ পরিস্থিতির আগে থেকেই মিউজিক ভিডিও কমিয়ে দিয়েছি। ভালো গানের প্রতিই গুরুত্ব দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আবার শুরু হচ্ছে মিশন। এ মিশন ভালোমানের কথা-সুরের গান তৈরির। এরইমধ্যে প্রায় দুই ডজন নতুন গান জমা হয়ে আছে। সেগুলোতে কণ্ঠ দিতে হবে। আর নতুন গান আরো তো তৈরি হচ্ছেই। আশা করছি ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে পারবো। এরমধ্যে এমন কিছু গান আছে, যা থেকে যাবে। আমি কখনো ভিউ নিয়ে চিন্তা করিনি। এসবের ধার আমি ধারি না। আমার মতো আমি কাজ করে যাই। এবারো সেটাই করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়