শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনতে চাইছে টুইটার, মাইক্রোসফট

লিহান লিমা: [২] ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মার্কিন ব্যবসা কিনে নেয়ার বিষয়ে বেইজিং ভিত্তিক বাইটড্যান্স লিমিটেডের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে টুইটার। ওয়াল স্ট্রিট জার্নাল

[৩] বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি ও অর্থনীতির জন্য হুমকি ঘোষণা করে চীনের টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করেন। আগামী ৪৫ দিনের মধ্যেই টিকটকের স্বত্ত¡াধিকারী সংস্থা বাইটড্যান্সকে টিকটক কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে। এবং ১৫ সেপ্টেম্বরের পর থেকে কোনো মার্কিন কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না।

[৪] ফিনেন্সিয়াল টাইমস জানিয়েছে, টিকটক কেনার জন্য বহুদিন ধরেই চেষ্টা করছে মাইক্রোসফট। তারা টিকটকের যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবসা কিনে নিতে চাইছে। সপ্তাহখানেক ধরে তারা যে কোনো সম্ভাব্য চুক্তির জন্য প্রাথমিক কাজগুলো নিয়ে বাইটড্যান্স লিমিটেডের সঙ্গে আলোচনা করে আসছে। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন।

[৫] টুইটার মনে করছে তারা তুলনামূলকভাবে ছোট সংস্থা হওয়ায় সম্ভবত মাইক্রেসফট ও অন্যান্য সম্ভাব্য দরদাতাদের মতো মার্কিন অ্যান্টি-ট্রাস্ট আইনের তদন্তের মুখোমুখি হবে না।

[৬] টিকটক, টুইটার ও বাইটড্যান্স এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে রোববার মাইক্রোসফট বলেছে, তারা মধ্য- সেপ্টেম্বরের মধ্যেই টিকটকের সঙ্গে একটি সমঝোতায় আসবে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়