শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেবাননের বৈরুতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, এক পুলিশ নিহত, আহত শতাধিক

সিরাজুল ইসলাম : [২] হাজার হাজার বিক্ষোভকারী বৈরুতের শহীদ স্কয়ারে অবস্থান নিয়েছেন। তারা বিস্ফোরণের জন্য দায়ীদের ফাঁসির দাবি জানিয়েছেন। তারা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার শেল ছুড়েছে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। শনিবার এ ঘটনা ঘটে। আলজাজিরা

[৩] আহত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয়েছে অন্তত ১০২ জনকে। পুলিশ ১৯ জনকে হেফাজতে নিয়েছে।

[৪] একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার নেতৃত্বে বিক্ষোভকারী অর্থ মন্ত্রণালয়ের ভবন দখল করে নিয়েছে। তারা প্রেসিডেন্ট মিশেল আওননের ছবি এবং নথিপত্র ফেলে দিয়েছে। তারা বলছেন, এটাই হবে বিপ্লব ভবন।

[৫] বিক্ষোভকারীদের সরকারি ও ব্যক্তিগত সম্পদ ধ্বংস না করতে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। কাতাইব পার্টির তিনজন এবং স্বতন্ত্র একজন এমপি পদত্যাগ করেছেন।

[৬] প্রধানমন্ত্রী হাসান দিয়াব আগাম নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননকে সহায়তা দিতে কনফারেন্সে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লেবানের প্রেসিডেন্ট মিশেল আওননের সঙ্গে দেশটি পুনর্গঠনে এক সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতেই লেবানন পুনর্গঠনে সহায়তার আশ্বাস দিয়েছেন।

[৭] মঙ্গলবার বৈরুত বন্দরের কাছে অ্যামোনিয়াম নাইট্রেট গুদামে বিস্ফোরণে শনিবার পর্যন্ত ১৫৮ জন মারা গেছেন। আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন ৬৮ জন। গৃহহীন হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। দেশটির মজুদ খাদ্যের ৮৫ শতাংশ ধ্বংস হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়