মিনহাজুল আবেদীন : [২] ইতোমধ্যে ১ আগস্ট থেকে ম্যানিলার পর ফিলিপাইনের দ্বিতীয় গন্তব্য ক্লার্কে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট শুরু হয়েছে। ৫ আগষ্ট থেকে কুয়েত সিটি এবং ১৬ আগষ্ট থেকে পর্তুুগালের লিবসনে ফ্লাইট পরিচালনা শুরু করবে। কুয়েতে সপ্তাহে ৭টি ফ্লাইট অপর দিকে পুর্তগালের লিবসনে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালিত করা হবে। ১ আগষ্ট থেকে সুইডেনের স্টকহোম। ৪ আগস্ট থেকে চালু হবে অসলোতে নিয়মিত ফ্লাইট। এভিয়েশন বিডি
[৩] জানা গেছে, বর্তমানে যাত্রীরা এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে দুবাই হয়ে ট্রানজিট যাত্রী হিসাবে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়া প্যাসেফিক অঞ্চলে ভ্রমন করতে পারছে। তবে তাদের নেটওয়ার্কের ৫০ শতাংশ পুর্ণ করবে এই মাসে। বণিকবার্তা
[৪] দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ায় এমিরেটসের গন্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টি। ইউরোপের বিভিন্ন সিটিতে ২২টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল করছে এমিরেটস। যাত্রীদের মাঝে আস্থা ফিরিয়ে আনতে এমিরেটস এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। এমিরেটসে ভ্রমণকালে কোনো যাত্রীর কোভিড শনাক্ত হলে তার চিকিৎসা ও কোয়ারেন্টাইনের খরচ বহন করবে এয়ারলাইন্সটি। ৩১ অক্টোবর পর্যন্ত এ অফার বহাল থাকবে। কালের কণ্ঠ
[৫] এছাড়া প্রতি যাত্রীকে বিনামূল্যে প্রদান করা হচ্ছে হাইজিন কিট। এতে রয়েছে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও ব্যাকটেরিয়ানাশক ওয়াইপস। এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে।