শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম সিটি করপোরেশনের ২ হাজার ৪৩৬ কোটি টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি :[২] ২০২০-২১ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট গত বছরের চেয়ে ৫০ কোটি টাকা কম।

[৩] গতকাল সোমবার দুপুরে নগরীর চট্টগ্রাম ক্লাবে শেষ বাজেট উপস্থাপন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এসময় ২০১৯-২০ অর্থ বছরের ১ হাজার ৪শ ৪৭ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদনের কথা জানানো হয়।

[৪] ইতোমধ্যেই সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। আইন অনুযায়ী মেয়রের চেয়ারে বসে অন্ত:বর্তীকালীন দায়িত্ব পালন করবেন একজন প্রশাসক।

[৫] প্রায় ৮১৪ কোটি ২০ লাখ টাকা দেনা রেখে মেয়র পদ ছাড়ছেন আ জ ম নাছির উদ্দিন। এর মধ্যে নগরীতে উন্নয়ন কাজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর পাওনা রয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। বুধবার শেষ হচ্ছে বর্তমান মেয়রের মেয়াদকাল। ২০১৫ সালে সাবেক মেয়র মঞ্জুর আলম মঞ্জুকে হারিয়ে আ জ ম নাছির উদ্দিন মেয়র নির্বাচিত হন।

[৬] গত ২৯ মার্চ চসিক নির্বাচন হওয়ার কথা ছিলো। করোনায় পরিস্থিতির জন্য ২১ মার্চ নির্বাচন স্থগিত ঘোষণা করে কমিশন। নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

[৭] বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। এই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রচার-প্রচারণাও শুরু করেছিলেন। কোভিড প্রাদুর্ভাবের ফলে তথন সবকিছুই স্থগিত হয়ে যায়। আর, গত ১৪ জুলাই করোনা মহামারির কারণে নির্বাচন আপাতত করা যাবে না উল্লেখ করে চিঠি দেয় নির্বাচন কমিশন।

[৮] নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিলো, কোভিড পরিস্থিতির উন্নতি না হওয়া ও পাহাড় ধসের কারণে ৫ আগস্টের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সম্ভব নয়। এর ফলে প্রশাসক নিয়োগ দেয়া হবে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়