শিরোনাম
◈ বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে 'নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই' ◈ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল ◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন সামরিক ঘাঁটি: শিলিগুড়ি করিডোর ঘিরে ‘নীরব শক্তি প্রদর্শন’ বলছে টিআরটি ওয়ার্ল্ড

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম সিটি করপোরেশনের ২ হাজার ৪৩৬ কোটি টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি :[২] ২০২০-২১ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট গত বছরের চেয়ে ৫০ কোটি টাকা কম।

[৩] গতকাল সোমবার দুপুরে নগরীর চট্টগ্রাম ক্লাবে শেষ বাজেট উপস্থাপন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এসময় ২০১৯-২০ অর্থ বছরের ১ হাজার ৪শ ৪৭ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদনের কথা জানানো হয়।

[৪] ইতোমধ্যেই সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। আইন অনুযায়ী মেয়রের চেয়ারে বসে অন্ত:বর্তীকালীন দায়িত্ব পালন করবেন একজন প্রশাসক।

[৫] প্রায় ৮১৪ কোটি ২০ লাখ টাকা দেনা রেখে মেয়র পদ ছাড়ছেন আ জ ম নাছির উদ্দিন। এর মধ্যে নগরীতে উন্নয়ন কাজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর পাওনা রয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। বুধবার শেষ হচ্ছে বর্তমান মেয়রের মেয়াদকাল। ২০১৫ সালে সাবেক মেয়র মঞ্জুর আলম মঞ্জুকে হারিয়ে আ জ ম নাছির উদ্দিন মেয়র নির্বাচিত হন।

[৬] গত ২৯ মার্চ চসিক নির্বাচন হওয়ার কথা ছিলো। করোনায় পরিস্থিতির জন্য ২১ মার্চ নির্বাচন স্থগিত ঘোষণা করে কমিশন। নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

[৭] বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। এই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রচার-প্রচারণাও শুরু করেছিলেন। কোভিড প্রাদুর্ভাবের ফলে তথন সবকিছুই স্থগিত হয়ে যায়। আর, গত ১৪ জুলাই করোনা মহামারির কারণে নির্বাচন আপাতত করা যাবে না উল্লেখ করে চিঠি দেয় নির্বাচন কমিশন।

[৮] নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিলো, কোভিড পরিস্থিতির উন্নতি না হওয়া ও পাহাড় ধসের কারণে ৫ আগস্টের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সম্ভব নয়। এর ফলে প্রশাসক নিয়োগ দেয়া হবে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়