সাবরীন জেরীন: [২] মাদারীপুরে বাসচাপায় রোববার (২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী ৭ম সেতুর (আছমত আলী খান সেতু) পশ্চিম পাড়ে রব (৫০) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। নিহত রবের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর মঠের বাজার এলাকায়।
[৩] স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রিকশা চালিয়ে নুপুর নামে এক যাত্রীকে নিয়ে মাদারীপুর শহর থেকে খোয়াজপুর যাচ্ছিলেন রব। এ সময় ওই এলাকায় চট্টগ্রামগামী রোহান পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশা চালক রব ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ওই রিকশা যাত্রী। পরে ওই যাত্রীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
[৪] মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী