ইয়াসিন আরাফাত : [২] শুক্রবার ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা টুইটারে ভিডিওটি পোস্ট করেন। তিনি জানিয়েছেন, এই দুটি সাপ র্যাট স্নেক। দুটিই পুরুষ সাপ। এলাকা দখল ও সঙ্গীদের রক্ষার জন্যই এই লড়াই। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এ রকম কিছু দেখলে অনেকেই দুটি সাপের মিলন ভাবেন। এক্ষেত্রে কিন্তু তা নয়।
[৩] ভিডিওতে দেখা যায়, লড়াইটা প্রথমে ছিল পানিতে। ছোট্ট একটা খাঁড়িতে একে অন্যকে পাকিয়ে পেড়ে ফেলতে মরিয়া লড়াই চলে দুটি সাপের। কিছুক্ষণ পরে ডাঙায় উঠে আসে দুটি সাপ। তখনও লড়াই নাছোড় দুটি সাপই। আধিপত্য বজায়ের এই লড়াই আক্ষরিক অর্থেই শিহরণ জাগানোর মতো।
[৪] ন্যাশনাল জিওগ্রাফির মতে, দুটি সাপের লড়াই কখনো হয় স্ত্রী সঙ্গীকে জিতে নিতে অথবা এলাকার দখল নিতে। আর এই লড়াই চলতে থাকে একে অপরকে পেঁচিয়ে ধরে রাখতে রাখতে। শেষে যে রেণে ভঙ্গ দেয় তাকে এলাকা ছেড়ে চলে যেতে হয়।
Rat snakes combat for dominance.
Two male fighting to define their territory & defend their mate. pic.twitter.com/FVn2FIXHte— Susanta Nanda IFS (@susantananda3) July 31, 2020