শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের সেটে কোভিড-১৯ এর থাবা

মুসপফিরাহ হাবীব: [২] লকডাউন কাটিয়ে কাজে ফিরেছেন টালিউডের শিল্পীরা। শুরু হয়েছে সিরিয়ালের শ্যুটিং। কোভিড-১৯ এর সংক্রমণের ঝুঁকির মধ্যেই সামাজিক দূরত্বসহ সব নিয়ম মেনে চলছে শ্যুটিং। এর মধ্যেও ভাইরাস আক্রান্ত হয়েছেন টালিউডের একাধিক শিল্পী।

[৩] ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪ জানায়, টালিউডে এ মুহূর্তে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন অন্তত ১১ জন। এর মধ্যে রয়েছেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের অভিনেতা অশোক অর্থাৎ ভিভান ঘোষ, ‘কনে বউ’র মাহি অর্থাৎ নেহা আমনদীপ, ‘সিংহলগ্না’র মেকআপ শিল্পী দীপঙ্কর রায়।

[৪] তিনজনেরই কোনও উপসর্গ ছিল না। কোভিড-১৯ পজিটিভ হওয়ার আগে শ্যুটিংও করেছেন তারা। ২১ জুলাই পর্যন্ত ‘কৃষ্ণকলি’র শুটিং করেছেন ভিভান। কিন্তু সেদিন জ্বর আসায় পরীক্ষা করেন। রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে আইসোলেশনে আছেন তিনি। বিনা উপসর্গ নিয়ে কাজ করে যাওয়া দীপঙ্কর রায়, ১৬ জুলাই জ্বর আসায় ওষুধ খান। শ্যুটিংয়েও ফেরেন।

[৫] কিন্তু গন্ধ ও খাবারে স্বাদ না পাওয়ায় চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পর পরীক্ষার রির্পোট পজ়িটিভ আসায় দীপঙ্করও গৃহবন্দি। তবে তার আগেই একাধিক শিল্পীর মেকআপ করেছেন দীপঙ্কর। ওদিকে, গত রোববার অবধি শুটিং করেছেন অভিনেত্রী নেহা। তার দু’দিন পরে বুধবার তার কোভিড-১৯ পজ়িটিভ হওয়ার খবর আসে। অভিনেত্রী সোনালি চৌধুরী নেহার সঙ্গে কাজ করেছিলেন। তাই তিনিও এখন কোভিড-১৯ পরীক্ষা করাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়