শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের সেটে কোভিড-১৯ এর থাবা

মুসপফিরাহ হাবীব: [২] লকডাউন কাটিয়ে কাজে ফিরেছেন টালিউডের শিল্পীরা। শুরু হয়েছে সিরিয়ালের শ্যুটিং। কোভিড-১৯ এর সংক্রমণের ঝুঁকির মধ্যেই সামাজিক দূরত্বসহ সব নিয়ম মেনে চলছে শ্যুটিং। এর মধ্যেও ভাইরাস আক্রান্ত হয়েছেন টালিউডের একাধিক শিল্পী।

[৩] ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪ জানায়, টালিউডে এ মুহূর্তে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন অন্তত ১১ জন। এর মধ্যে রয়েছেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের অভিনেতা অশোক অর্থাৎ ভিভান ঘোষ, ‘কনে বউ’র মাহি অর্থাৎ নেহা আমনদীপ, ‘সিংহলগ্না’র মেকআপ শিল্পী দীপঙ্কর রায়।

[৪] তিনজনেরই কোনও উপসর্গ ছিল না। কোভিড-১৯ পজিটিভ হওয়ার আগে শ্যুটিংও করেছেন তারা। ২১ জুলাই পর্যন্ত ‘কৃষ্ণকলি’র শুটিং করেছেন ভিভান। কিন্তু সেদিন জ্বর আসায় পরীক্ষা করেন। রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে আইসোলেশনে আছেন তিনি। বিনা উপসর্গ নিয়ে কাজ করে যাওয়া দীপঙ্কর রায়, ১৬ জুলাই জ্বর আসায় ওষুধ খান। শ্যুটিংয়েও ফেরেন।

[৫] কিন্তু গন্ধ ও খাবারে স্বাদ না পাওয়ায় চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পর পরীক্ষার রির্পোট পজ়িটিভ আসায় দীপঙ্করও গৃহবন্দি। তবে তার আগেই একাধিক শিল্পীর মেকআপ করেছেন দীপঙ্কর। ওদিকে, গত রোববার অবধি শুটিং করেছেন অভিনেত্রী নেহা। তার দু’দিন পরে বুধবার তার কোভিড-১৯ পজ়িটিভ হওয়ার খবর আসে। অভিনেত্রী সোনালি চৌধুরী নেহার সঙ্গে কাজ করেছিলেন। তাই তিনিও এখন কোভিড-১৯ পরীক্ষা করাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়