শিরোনাম
◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ মুহূর্তে হোসেনপুরে জমে ওঠে পশুর হাট

আশরাফ আহমেদ, হোসেনপুর প্রতিনিধি : [২] কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে কুরবানীর পশুর ব্যাপক আমদানিতে জমে ওঠেছে হাটগুলো। বিগত বছরের তুলনায় গরুর দাম এবছর কম।

[২] একদিকে করোনা ও বন্যার প্রাদুর্ভাবে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন পশু পালনকারীরা। ফলে কম দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। তবে কম দামে কুরবানির পশু কিনতে পেরে বেজায় খুশি ক্রেতারা।

[৩] উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় পাঁচটি স্থায়ী ও ২টি অস্থায়ী হাটে পশু ক্রয় বিক্রয় হবে। প্রত্যেকটি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে।

[৪] সরেজমিনে উপজেলার হোসেনপুর বাজার, পিতলগঞ্জ বাজার, নবুরা বাজার, চরপুমদী বাজার, আশুতিয়া বাজারসহ বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, হাটে গরুর আমদানি হয়েছে অধিক।

[৫] হোসেনপুর বাজারে গরু নিয়ে আসা বিক্রেতা সাইফুল ইসলাম জানান, আশি হাজার টাকা দামের গরু নিয়ে আসছি বাজারে। তবে বাজারে ৬৫ হাজার টাকা দামে বিক্রি করেছি। গরু পালনে এবছর লোকসানের সম্মুখীন হলাম।

[৬] দীপেশ্বর গ্রামের খামারি মেনু মিয়া জানান, গরুর পালনে এবছর অনেক টাকা খরচ হয়েছে। তবে কম দামে বিক্রি করায় অনেক টাকা লোকসান গুনতে হচ্ছে।

[৭] হোসেনপুর বাজারে গরুর হাটের ইজারাদার নজরুল ইসলাম জানান, বাজারে বহু গরু আমদানি হওয়ায় ক্রেতারা স্বাচ্ছন্দে গরু কিনতে পেরেছে। তবে বিগত বছরের তুলনায় গরুর দাম কিছুটা কম ছিলো।

[৭] উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:আব্দুল মান্নান জানান, ক্রেতারা যাতে সুস্থ গরু ক্রয় করে তার জন্য বলা হচ্ছে। সার্বক্ষণিক বাজার মনিটরিং এর জন্য নির্দিষ্ট কর্মচারীর মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়