শিরোনাম
◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ মুহূর্তে হোসেনপুরে জমে ওঠে পশুর হাট

আশরাফ আহমেদ, হোসেনপুর প্রতিনিধি : [২] কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে কুরবানীর পশুর ব্যাপক আমদানিতে জমে ওঠেছে হাটগুলো। বিগত বছরের তুলনায় গরুর দাম এবছর কম।

[২] একদিকে করোনা ও বন্যার প্রাদুর্ভাবে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন পশু পালনকারীরা। ফলে কম দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। তবে কম দামে কুরবানির পশু কিনতে পেরে বেজায় খুশি ক্রেতারা।

[৩] উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় পাঁচটি স্থায়ী ও ২টি অস্থায়ী হাটে পশু ক্রয় বিক্রয় হবে। প্রত্যেকটি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে।

[৪] সরেজমিনে উপজেলার হোসেনপুর বাজার, পিতলগঞ্জ বাজার, নবুরা বাজার, চরপুমদী বাজার, আশুতিয়া বাজারসহ বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, হাটে গরুর আমদানি হয়েছে অধিক।

[৫] হোসেনপুর বাজারে গরু নিয়ে আসা বিক্রেতা সাইফুল ইসলাম জানান, আশি হাজার টাকা দামের গরু নিয়ে আসছি বাজারে। তবে বাজারে ৬৫ হাজার টাকা দামে বিক্রি করেছি। গরু পালনে এবছর লোকসানের সম্মুখীন হলাম।

[৬] দীপেশ্বর গ্রামের খামারি মেনু মিয়া জানান, গরুর পালনে এবছর অনেক টাকা খরচ হয়েছে। তবে কম দামে বিক্রি করায় অনেক টাকা লোকসান গুনতে হচ্ছে।

[৭] হোসেনপুর বাজারে গরুর হাটের ইজারাদার নজরুল ইসলাম জানান, বাজারে বহু গরু আমদানি হওয়ায় ক্রেতারা স্বাচ্ছন্দে গরু কিনতে পেরেছে। তবে বিগত বছরের তুলনায় গরুর দাম কিছুটা কম ছিলো।

[৭] উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:আব্দুল মান্নান জানান, ক্রেতারা যাতে সুস্থ গরু ক্রয় করে তার জন্য বলা হচ্ছে। সার্বক্ষণিক বাজার মনিটরিং এর জন্য নির্দিষ্ট কর্মচারীর মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়