শিরোনাম
◈ আ. লীগ নেতার ভাগ্নের ব্যবসা নিয়ে এনসিপি নেত্রীর দরকষাকষির অডিও ফাঁস ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ মুহূর্তে হোসেনপুরে জমে ওঠে পশুর হাট

আশরাফ আহমেদ, হোসেনপুর প্রতিনিধি : [২] কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে কুরবানীর পশুর ব্যাপক আমদানিতে জমে ওঠেছে হাটগুলো। বিগত বছরের তুলনায় গরুর দাম এবছর কম।

[২] একদিকে করোনা ও বন্যার প্রাদুর্ভাবে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন পশু পালনকারীরা। ফলে কম দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। তবে কম দামে কুরবানির পশু কিনতে পেরে বেজায় খুশি ক্রেতারা।

[৩] উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় পাঁচটি স্থায়ী ও ২টি অস্থায়ী হাটে পশু ক্রয় বিক্রয় হবে। প্রত্যেকটি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে।

[৪] সরেজমিনে উপজেলার হোসেনপুর বাজার, পিতলগঞ্জ বাজার, নবুরা বাজার, চরপুমদী বাজার, আশুতিয়া বাজারসহ বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, হাটে গরুর আমদানি হয়েছে অধিক।

[৫] হোসেনপুর বাজারে গরু নিয়ে আসা বিক্রেতা সাইফুল ইসলাম জানান, আশি হাজার টাকা দামের গরু নিয়ে আসছি বাজারে। তবে বাজারে ৬৫ হাজার টাকা দামে বিক্রি করেছি। গরু পালনে এবছর লোকসানের সম্মুখীন হলাম।

[৬] দীপেশ্বর গ্রামের খামারি মেনু মিয়া জানান, গরুর পালনে এবছর অনেক টাকা খরচ হয়েছে। তবে কম দামে বিক্রি করায় অনেক টাকা লোকসান গুনতে হচ্ছে।

[৭] হোসেনপুর বাজারে গরুর হাটের ইজারাদার নজরুল ইসলাম জানান, বাজারে বহু গরু আমদানি হওয়ায় ক্রেতারা স্বাচ্ছন্দে গরু কিনতে পেরেছে। তবে বিগত বছরের তুলনায় গরুর দাম কিছুটা কম ছিলো।

[৭] উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:আব্দুল মান্নান জানান, ক্রেতারা যাতে সুস্থ গরু ক্রয় করে তার জন্য বলা হচ্ছে। সার্বক্ষণিক বাজার মনিটরিং এর জন্য নির্দিষ্ট কর্মচারীর মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়