শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামীকাল শুক্রবার লক্ষ্মীপুরের রামগঞ্জের ১১ গ্রামে ঈদ

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামের সহস্রাধিক মানুষ ৪১ বছর ধরে ঈদসহ সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। এর ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬ টায় রামগঞ্জ পৌর শহরের খানকায়ে মাদানিয়া কাশেমিয়া মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। এতে রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ইমামতি করার কথা রয়েছে।

[৩] এছাড়া সকাল ১০ টার দিকে রামগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও পাঠানবাড়ি জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এতে মাওলানা আমিনুল ইসলাম খাঁনের ইমামতি করার কথা রয়েছে। এই মসজিদে কুমিল্লা থেকে মুসল্লিরা এসে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

[৪] জানা যায়, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহ¯্রাধিক মানুষ ঈদ আনন্দে মেতে উঠে। তারা পৃথকভাবে স্ব স্ব ঈদগাঁহ মাঠে ঈদের নামাজের আয়োজন করেছেন। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দেওয়া হবে।

[৫] গণমাধ্যম কর্মীদেরকে মাওলানা আমিনুল ইসলাম খাঁন জানান, এসব এলাকার মানুষ মাওলানা ইসহাক (রাঃ) এর অনুসারি। এজন্য পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ঈদসহ সকল ধর্মীয় উৎসব পালন করা হয়। গত ৪১ বছর ধরেই তারা সৌদির সঙ্গে মিল রেখে সকল ধর্মীয় উৎসব পালন করে আসছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়