শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে সিএনজি ও অটোরিক্সার সংর্ঘষে এক চালককে কুপিয়ে হত্যা

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধি; [২] মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ইমামবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

[৩] প্রত্যক্ষদশী সূত্র জানা যায়,ইমাম বাজার সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে দুটি গ্ৰুপের সৃষ্টি হয়।এনিয়ে দীর্ঘ দিন ধরে রিপন গ্ৰুপ ও কমরু গ্ৰুপের দন্ধ চলছিলো। একগ্ৰুপ আরেক গ্ৰুপকে কোনঠাসা করে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় ছিলো। একপর্যায়ে ঘটনার দিন কমরু গ্ৰুপের লোকেরা স্ট্যান্ড অবস্থান নেয়া রিপন গ্ৰুপের এক চালকের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সে মারা যায়। পরে ইমামবাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
নিহত সিএনজি চালকের নাম ফজলু মিয়া (৩০)। সে কালাপঙর ইউনিয়নের কালিয়ারগাও গ্ৰামের খানের মিয়ার ছেলে। আহতরা হলেন-জেসমিন (২৬),নজরুল (৩৫), ছনর আলী (৪০), আমিনুল ইসলাম (২৮),শামিম (৩৮), শওকত আহমদ (৪০), সাইফুর রহমান (৩৫), আল আমীন (২৬), ফজল মিয়া (৫৯), নাজমা বেগম (৩৩), মো. মতিন (২০), তাজুল ইসলাম (৪৫)।

[৪] নিহতের বড় ভাই খছরো মিয়া বলেন, ঘটনার কিছু সময় আগে আমি শুনেছি যে স্ট্যান্ডে মারামারি হবে। বিষয়টি কালাপুর ইউনিয়নের মেম্বারকে অবগত করেছি কিন্তু সমাধানের আগের তারা নির্মমভাবে আমার ভাইকেই হত্যা করলো। নিহত ফজলু পরিবারের দুইভাই ও দুইবোনের মধ্যে নিহত ফজলু সবার ছোট। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন- গিয়াসনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. সালেক মিয়া ও ইলিয়াছ মিয়া (২৮)।

[৫] বিষয়টি নিশ্চিত করে জেলা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম আহমদ বলেন,আমরা এঘটনায় সুষ্ঠু বিচার চাই। যতদিন না পর্যন্ত বিচার হবে এই স্ট্যান্ডে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে। মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়