আসিফুজ্জামান পৃথিল : [২] পাকিস্তানের মানবাধিকার গোষ্ঠিগুলো বিখ্যাত সাংবাদিক মতিউল্লাহ জানের বর্তমান অবস্থা জানতে চেয়েছে। তাদের অভিযোগ, সেনাবাহিনীর নিয়মিত সমালোচনাকারী এই সাংবাদিককে সম্ভবত গুম করা হয়েছে। ডয়েচে ভেলে, আল জাজিরা
[৩] পুলিশ বলছে জানকে সর্বশেষ মঙ্গলবার ইসলামাবাদের একটি সরকারি স্কুলের সামনে দেখা গেছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা নাসরুল্লাহ বলেন, ‘জি-৬ এলাকার সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে তাকে দেখা গেছে। তার স্ত্রী এখানে শিক্ষকতা করেন। তাকে নামিয়ে দিতেই এসেছিলেন।
[৪] ‘তার গাড়িটি এখনও স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তবে এখনও কোনও লিখিত অভিযোগ আনা হয়নি।’
[৫] জানের স্ত্রী কানিজ সুঘরা আলজাজিরাকে জানিয়েছেন, তিনি স্কুলের বাইরে ধস্তাধস্তির আওয়াজ পেয়েছেন। কিন্তু গুরুত্ব দেননি। তিনি বলেন, ‘স্কুল এখন বন্ধ এবং বাচ্চারা আসছে না। আমি প্রাশাসনিক কাজে এখানে এসেছিলাম। তিনি আমাকে নামাতে এসেছিলেন।’
[৬] সুঘরা তার স্বামীকে ৩ ঘণ্টা পর এসে তুলে নিতে বলেছিলেন। এক ঘণ্টা পরে তিনি ধস্তাধস্তির আওয়াজ পেয়েছিলেন। তবে মাত্র এক ঘণ্টার মধ্যে তিনি কেনো ফিরে এলেন তা জানা যায়নি।