শিরোনাম
◈ লুট হওয়া ৫০০ ভরি স্বর্ণের ১৯০ ভরি উদ্ধার, যেভাবে উদ্ধার হলো (ভিডিও) ◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমপি’র ঐচ্ছিক তহবিলের অনুদান পেলেন পিএস, তালিকায় রেকর্ড পরিমাণ স্বজনপ্রীতি

সজিবুল আলম, শাজাহানপুর প্রতিনিধি : [২] বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য রেজাউল করিম ওরফে বাবলু’র ঐচ্ছিক তহবিলের অনুদানের অর্থ বিতরণে রেকর্ড সংখ্যক স্বজনপ্রীতি করা হয়েছে। এর ফলে একদিকে যেমন সরকারি অনুদানের নীতিমালা লংঘন করা হয়েছে অন্যদিকে, অসহায়-দুঃস্থদের নায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে।

[৩] জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে সংসদ সদস্য রেজাউল করিম বাবলু এর অনূকুলে ৪ লক্ষ ৮০ হাজার টাকা ঐচ্ছিক তহবিল হতে অনুদান বরাদ্দ হয়। আটচল্লিশ জন ব্যক্তির মাঝে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

[৪] গত বুধবার উপজেলা প্রশাসন উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। অনুদানে উপকারভোগী তালিকায় নাম রয়েছে, সংসদ সদস্যের ব্যক্তিগত সচিব (পিএস) রেজাউল করিম, আপন ছোট ভাই ওয়াজেদ আলী গোলবাগী, শাজাহানপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, নজরুল ইসলামের স্ত্রী বেদনা ইসলাম, নজরুল ইসলামের ছোট ভাই আরাফাত হোসেন, দুই শ্যালক আব্দুল বাছেদ রঞ্জু ও তাজনুর রহমান, দুই শ্যালিকা শাপলা ও শিউলী খাতুন, মেয়ে জামাই সোহানুর রহমান মোসলেম, বেয়াই তমিজ উদ্দিন, বেয়াইন তহমিনা আক্তারের নাম। এছাড়াও তালিকায় স্থান পাওয়া সবাই সংসদ সদস্যের স্বজন ও ঘনিষ্ঠজন।

[৫] উপকারভোগীরা সংসদ সদস্যের নিজগ্রাম ডোমনপুকুর, শশুরবাড়ি গ্রাম মানিকদিপা ও তাঁর উপজেলা প্রতিনিধির গ্রাম খরনা ধাওয়াপাড়ার বাসিন্দা।

[৬] সংসদ সদস্যের এমন কার্যক্রমে উপজেলা ব্যাপী ছি ছি রব পড়েছে । জনমনে প্রশ্ন উঠেছে, সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণে দেশের ইতিহাসে এতো বড় স্বজনপ্রীতির ঘটনা বিরল হয়ে থাকবে।

[৭] বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

[৮] উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। এমনকি বার্তা দিলেও তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়