শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচন শুরু

সাইদ রিপন : [২] করোনা মহামারী ও বন্যার পরিস্থিতির মধ্যেই এ দুই আসনের উপনির্বাচ করছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৯টা থেকে বিকাল এ দুই আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

[৩] এর আগে বন্যা ও করোন পরিস্থিতির মধ্যে ভোট না করতে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। অন্যদিকে ১৪ জুলাই জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন নির্বাচন না করতে দলটি দুইবার ইসিতে চিঠি দিয়ে অনুরোধ করে। কিন্তু কোন অনুরোধ আমলে না নিয়ে ১২ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন কোনভাবেই সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

[৪] ইসি সূত্র জানিয়েছে, কেন্দ্রে কেন্দে করোনাভাইরাস মহামারী ও বন্যার মধ্যে যশোর-৬ ও বগুড়া-১ উপনির্বাচনের ভোট করতে নির্বাচনী মালামাল ও করোনাভাইরাস সংক্রমণ রোধে সুরক্ষা সামগ্রী পাঠানো হচ্ছে। দুই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই আসনের ভোটগ্রহণ চলবে।

[৫] যশোর-৬ আসনে ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটার রয়েছে। এ আসনে প্রার্থীরা হলেন, শাহীন চাকলাদার (নৌকা), আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ও হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)। বগুড়া-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৯৩ জন। এ আসনের প্রার্থীরা হলেন, সাহাদারা মান্নান (নৌকা), একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), মোকছেদুল আলম (লাঙ্গল), মো. রনি (বাঘ), নজরুল ইসলাম (বটগাছ) ও ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (স্বতন্ত্র- ট্রাক)।

[৬] ভোটগ্রহণ উপলক্ষে সোমবার মধ্যরাত ১২টা থেকে ১৪ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বেবিট্যাক্সি/অটোরিকশা, ইজিবাইক ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, কার, বাস-ট্রাক ও টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ১২ জুলাই দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়