শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও) ◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচন শুরু

সাইদ রিপন : [২] করোনা মহামারী ও বন্যার পরিস্থিতির মধ্যেই এ দুই আসনের উপনির্বাচ করছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৯টা থেকে বিকাল এ দুই আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

[৩] এর আগে বন্যা ও করোন পরিস্থিতির মধ্যে ভোট না করতে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। অন্যদিকে ১৪ জুলাই জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন নির্বাচন না করতে দলটি দুইবার ইসিতে চিঠি দিয়ে অনুরোধ করে। কিন্তু কোন অনুরোধ আমলে না নিয়ে ১২ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন কোনভাবেই সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

[৪] ইসি সূত্র জানিয়েছে, কেন্দ্রে কেন্দে করোনাভাইরাস মহামারী ও বন্যার মধ্যে যশোর-৬ ও বগুড়া-১ উপনির্বাচনের ভোট করতে নির্বাচনী মালামাল ও করোনাভাইরাস সংক্রমণ রোধে সুরক্ষা সামগ্রী পাঠানো হচ্ছে। দুই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই আসনের ভোটগ্রহণ চলবে।

[৫] যশোর-৬ আসনে ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটার রয়েছে। এ আসনে প্রার্থীরা হলেন, শাহীন চাকলাদার (নৌকা), আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ও হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)। বগুড়া-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৯৩ জন। এ আসনের প্রার্থীরা হলেন, সাহাদারা মান্নান (নৌকা), একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), মোকছেদুল আলম (লাঙ্গল), মো. রনি (বাঘ), নজরুল ইসলাম (বটগাছ) ও ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (স্বতন্ত্র- ট্রাক)।

[৬] ভোটগ্রহণ উপলক্ষে সোমবার মধ্যরাত ১২টা থেকে ১৪ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বেবিট্যাক্সি/অটোরিকশা, ইজিবাইক ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, কার, বাস-ট্রাক ও টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ১২ জুলাই দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়