লিহান লিমা: [২] দেড় হাজার বছরের পুরনো স্থাপত্য আয়া সোফিয়াকে জাদুঘর থেকে মসজিদে রূপান্তর করায় মনকষ্ট প্রকাশ করেছেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বিবিসি
[৩] ভ্যাটিকানে এক বক্তৃতায় পোপ বলেন, ‘আমি সান্তা সোফিয়ার কথা ভেবেছি, অনেক কষ্ট পেয়েছি, আমি ইস্তাম্বুল যাওয়ার কথা ভাবছি।’
[৪] ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চ প্রেসিডেন্ট এরদোগানকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে। ইউনেস্কো বলেছে, তারা আয়া সোফিয়ার বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পুনর্বিবেচনা করবে। তবে এরদোগান বলেছেন, কোনো অবস্থাতেই আয়া সোফিয়ার বর্তমান সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না।
[৫] ৫৩৭ খ্রিস্টপূর্বে বাইজেন্টাইনদের নির্মিত গির্জা আয়া সোফিয়াকে ১৪৫৩ সালে মসজিদে রূপান্তর করে অটোমান শাসকরা। ১৯৩৪ সালে আধুনিক তুরস্কের জনক কামাল আর্তাতুক এই বিশ্ব ঐতিহ্যকে জাদুঘরে রূপান্তর করেন। আয়া সোফিয়া দেখতে বর্তমানে প্রতিবছর ৩৭ লাখের বেশি পর্যটক আসেন। সম্পাদনা: ইকবাল খান