শিরোনাম
◈ নির্বাচনের কারণে এক মাস ‘অন-অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল বাংলাদেশ ◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবা-গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৭

সুজন কৈরী : [২] রাজধানীর হাতিরঝিল, যাত্রাবাড়ী ও দারুসসালাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেন্সিডিল, দুই হাজার ৬৬২পিস ইয়াবা এবং ১৩ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪ ও ১০।

[৩] র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, রাজধানীর দারুসসালামের ট্যাকনিক্যাল মোড় সংলগ্ন মেসার্স মোহনা ফিলিং ষ্টেশনের সামনে বুধবার অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেন্সিডিল, ১৩ কেজি গাঁজা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত লোবেট ট্রাকসহ রিয়াদ হোসেন মহিম (২৬) ও মুজিব (৩৫) নামের দুজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিশেষ কৌশলে লোবেট ট্রাকের মাধ্যমে বহন করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

[৪] র‌্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ীর শনির আখড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ২ পিস ইয়াবাসহ মনির হোসেন (৪৬) নামে একজনকে আটক করে। অপর এক অভিযানে উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ রাজ কুরাইশি রকি (২৫) নামের এক যুবককে আটক করা হয়।

[৫] এছাড়া একই দল হাতিরঝিলের মহনগর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকরা হলেন- আলমগীর হোসেন (৩৪), নাহিদা খানম লাকী (২৭) ও সাজিদ হাসান (২৭)। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়