শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবা-গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৭

সুজন কৈরী : [২] রাজধানীর হাতিরঝিল, যাত্রাবাড়ী ও দারুসসালাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেন্সিডিল, দুই হাজার ৬৬২পিস ইয়াবা এবং ১৩ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪ ও ১০।

[৩] র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, রাজধানীর দারুসসালামের ট্যাকনিক্যাল মোড় সংলগ্ন মেসার্স মোহনা ফিলিং ষ্টেশনের সামনে বুধবার অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেন্সিডিল, ১৩ কেজি গাঁজা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত লোবেট ট্রাকসহ রিয়াদ হোসেন মহিম (২৬) ও মুজিব (৩৫) নামের দুজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিশেষ কৌশলে লোবেট ট্রাকের মাধ্যমে বহন করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

[৪] র‌্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ীর শনির আখড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ২ পিস ইয়াবাসহ মনির হোসেন (৪৬) নামে একজনকে আটক করে। অপর এক অভিযানে উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ রাজ কুরাইশি রকি (২৫) নামের এক যুবককে আটক করা হয়।

[৫] এছাড়া একই দল হাতিরঝিলের মহনগর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকরা হলেন- আলমগীর হোসেন (৩৪), নাহিদা খানম লাকী (২৭) ও সাজিদ হাসান (২৭)। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়