শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবা-গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৭

সুজন কৈরী : [২] রাজধানীর হাতিরঝিল, যাত্রাবাড়ী ও দারুসসালাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেন্সিডিল, দুই হাজার ৬৬২পিস ইয়াবা এবং ১৩ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪ ও ১০।

[৩] র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, রাজধানীর দারুসসালামের ট্যাকনিক্যাল মোড় সংলগ্ন মেসার্স মোহনা ফিলিং ষ্টেশনের সামনে বুধবার অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেন্সিডিল, ১৩ কেজি গাঁজা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত লোবেট ট্রাকসহ রিয়াদ হোসেন মহিম (২৬) ও মুজিব (৩৫) নামের দুজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিশেষ কৌশলে লোবেট ট্রাকের মাধ্যমে বহন করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

[৪] র‌্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ীর শনির আখড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ২ পিস ইয়াবাসহ মনির হোসেন (৪৬) নামে একজনকে আটক করে। অপর এক অভিযানে উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ রাজ কুরাইশি রকি (২৫) নামের এক যুবককে আটক করা হয়।

[৫] এছাড়া একই দল হাতিরঝিলের মহনগর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকরা হলেন- আলমগীর হোসেন (৩৪), নাহিদা খানম লাকী (২৭) ও সাজিদ হাসান (২৭)। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়