শিরোনাম
◈ বিশ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরা নিশ্চিতে বিশেষ উদ্যোগ ◈ বেনাপোল বন্দরে ১ দিনে ১৪৪৩ যাত্রী পারাপার, ৪৮৩ ট্রাক বাণিজ্য ◈ ভোটার উপস্থিতিই কি নির্বাচনকে গ্রহণযোগ্য বানায়? ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব‌্যাশ দল হোবার্ট হারিকেন্স কোচ রিশাদ হো‌সে‌নের প্রশংসায় পঞ্চমুখ  ◈ গায়ানার জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত ◈ এবার ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড! ◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে এক সপ্তাহের মধ্যে বাড়ছে না স্বর্ণের দাম

মো. আখতারুজ্জামান: [২] বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভার্বে ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হয়ে পড়ার উক্রম হয়েছে। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছে। ফলে প্রতিনিয়ত বাড়ছে মূল্যবান এ ধাতুটির দাম। বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২০১১ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

[৩] আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স বা ২.৪৩০৫ ভরি স্বর্ণের দাম ওঠে ১ হাজার ৮০০ ডলারের বেশি, যা বাংলাদেশি টাকায় মূল্য প্রায় ১ লাখ ৫১ হাজার টাকা।

[৪] বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি এনামুল হক খান জানান, বর্তমানে আমাদের দেশে স্বর্ণের যে দাম রয়েছে সেটা অনেকে বেশি। এ মহুর্তে স্বর্ণের দাম বাড়ালে গ্রাহক পর্যায়ে বিরুপ প্রভাব পড়বে। আমার আর কিছুদিন দেখবো। আগামী সপ্তাহে যদি আবারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ে তাহলে তখন হয়তো বা আমাদের বাড়াতে হবে। তবে এখন যে মূল্য আছে সেটা অন্য দেশের তুলনায় ২ হাজার টাকা কম।

[৫] তিনি বলেন, বৈধ্যপথে স্বর্ণ আসলে যে দেশের বাজারে দাম কমবে এ ধারণা ভুল। কারণ আন্তর্জাতিক বাজারের চেয়ে আমাদের বাজারে প্রতিভরি স্বর্ণের দামের পাথক্য হচ্ছে ১,৫০০ থেকে ২,০০০ টাকা কম। প্রতিভরি স্বর্ণ আমদানি করতে সরকারকে দিতে হয় ২০০০ টাকা। আরও অন্যান্য খরচ বাবদ আরও দিতে হয় ১০০০ টাকা। সব মিলে ৩০০০ হাজার টাকা খরচ হয়।

[৬] এনামুল হক বলেন, দেশে প্রতিবছর কি পরিমাণ স্বর্ণের চাহিদা রয়েছে সেটা নির্ধারণের জন্য সরকারি বা বেসকারি কোনো প্রতিষ্ঠান নেই। ফলে এটা জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়