শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার মাস পর মাঠের অনুশীলনে মুশফিক

রাহুল রাজ: [২] প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ঘরবন্দি থাকার দীর্ঘ চার মাস পর বাসার বাইরে মাঠে অনুশীলন করলেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডে তিনি এ অনুশীলন করেন।

[৩] ঢাকা মহানগরের পূর্ব পাশে বালু নদের তীর ঘেঁষা বেরাইদ গ্রামে তৈরি করা হয়েছে ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ড। ৩০ একর জায়গার ওপর জার্মান প্রযুক্তিতে নির্মিত এ মাঠ ফোর্টিস গ্রুপের নিজস্ব ফুটবল গ্রাউন্ড। তবে করোনাভাইরাসের মাঝে টাইগার ক্রিকেটারদের জন্য এ গ্রাউন্ডে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে।

[৪] চারদিকে সুন্দর পরিবেশ আর নিরাপত্তা বেষ্টনির মাঝে অনুশীলনের সুযোগ সবার আগেই লুফে নিলেন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দীর্ঘ চার মাস পর প্রথমবারের মতো বাসার বাইরে অনুশীলন করলেন তিনি। এর আগে সোমবার (৬ জুলাই) মিরপুর স্টেডিয়ামে গিয়েছিলেন।

[৫] ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন করার ৩ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে মুশফিক নিজেই ভক্তদের এ তথ্য জানিয়েছেন। দীর্ঘদিন পর বাসার বাইরে অনুশীলন করতে পারায় আল্লাহ কাছে শুকরিয়াও আদায় করেন তিনি।

[৬] ফেসবুকে নিজের ভেডিফায়েড পেজে মুশফিকের প্রকাশিত ভিডিতে দেখা যায়, প্রথমে মাঠের এ প্রান্ত থেকে ওপ্রান্তে দৌড়াচ্ছেন তিনি। যেটা এতদিন ঘরের মধ্যে বন্দি অবস্থায় ট্রেডমিলে করতেন। দৌড় শেষে বিভিন্ন শারীরিক কসরত ছাড়া ব্যাটিংয় অনুশীলন করেন মুশফিক।

[৭] মুশফিকুর রহিম সবসময়ই একজন পরিশ্রমী ক্রিকেটার। এর আগে ঘরবন্দি থেকে বের হয়ে মিরপুরের মাঠে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি চেয়েছিলন। তবে নিরাপত্তা ইস্যুতে বিসিবি অনুমতি দেয়নি। সেখানে ফর্টিস স্পোর্টস গ্রাউন্ডে সুযোগ পেয়ে দীর্ঘদিন পর বাসার বাইরে অনুশীলন করতে পারছেন টাইগার ক্রিকেটাররা।

[৮] এদিকে দীর্ঘ দিন ঘরবন্দি থাকা ক্রিকেটারদের মাঠে ফেরাতে বিসিবিও নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। সেই পরিকল্পনায় মিরপুরের হোম ভেন্যুসহ দেশে ৮টি ভেন্যু অনুশীলনের জন্য প্রস্তুত করেছে বিসিবি।

কোভিড-১৯ মহামারি আকার ধারণ করায় মার্চের মধ্যভাগ থেকে সবধরনের ক্রিকেটিং কর্মকাÐ স্থগিত রেখেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়