ইসমাঈল আযহার: [২] কোভিড-১৯ এর এই দুঃসময়েও নিয়ম মানছে না ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। অনলাইনে ক্লাস হওয়ায় স্কুলের খরচ কম হলেও অভিভাবকদের চাপ দিয়ে পূর্ণ টিউশন ফি সহ স্কুলের কারেন্ট, পানি ও অন্যান্য সব চার্জ আদায় করা হচ্ছে। এ ছাড়াও টিউশন ফি দিতে না পারায় অনলাইন ক্লাস থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ার অভিযোগসহ শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ বন্ধ করে দেওয়ারও অভিযোগ রয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেক অভিভাবকরা। একাত্তর সকাল, ৭১ টিভি
[৩] এ প্রসঙ্গে শিক্ষাবিদ কায়কোবাদ বলেন, এমন ভাইরাস মানবসভ্যতা আগে কখনো প্রতক্ষ্য করেনি। এখন আমাদের মধ্যে প্রচুর সহমর্মিতা প্রয়োজন। এখন অভিভাবকরা ঠিকঠাক মতো আয় করতে পারছেন না। এই পরিস্থিতির মধ্যে অবশ্যই স্কুলের কার্যক্রম চালাতে হবে। স্কুল খোলা থাকলে যে পরিমাণ চার্জ নেওয়া হয় বর্তমান সময়ে অভিভাবকদের কাছ থেকে কিছুতেই পরিপূর্ণ চার্জ নেওয়া ঠিক হবে না।
[৪] এ বিষয়ে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের কাউন্ডার এ কে এম আশরাফুল হক বলেন, করোনাভাইরাসের কারণে স্কুলগুলো গত মার্চ থেকে অনলাইনে ক্লাস নিচ্ছে। এ সম্পর্কে আমরা একটি মিটিংয়ের উদ্যোগও নিয়েছিলাম। স্কুলগুলোকে আমরা বলেছি অর্ধেক চার্জ অফ করে দিতে হবে।