শিরোনাম
◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান ◈ নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র? ◈ ১০০ বছর বড় কম্পন নেই—আজকের ভূমিকম্প বড় বিপদের ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা ◈ বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড  ◈ আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ  ◈ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত করলেন বিচারক ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ ◈ বেনাপোল সীমান্তে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রাসহ ভারত ফেরত যাত্রী আটক

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জি এম কাদেরের

শাহীন খন্দকার :[২] জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আরো বলেন, অক্সিজেনও ভ্যান্টিলেশন-এর সহায়তা নিশ্চিত করা গেলে দেশে কোভিডে মৃত্যুরহার অনেকটাই কমে যাবে। ফলে সাধারণ মানুষের ভয়-ভীতি দূর হবে।এতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ফিরে আসবে, অর্থনৈতিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে সকল কাজ-কর্ম করতে পারবে। দেশের উন্নতি ও অগ্রগতি নিশ্চিত হবে।

[৩] জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী অফিসে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা শেষে জি এম কাদের গণমাধ্যম কর্মীদের সাথে এ কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

[৪] আগামী ১৪ জুলাই সকাল সাড়ে ৮টায় জি এম কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিমানযোগে রংপুরে যাবেন। সকাল সাড়ে ১০টায় রংপুরে পল্লীবন্ধুর সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিলে যোগ দেবেন। বিকেল সাড়ে ৪টায় বনানী অফিসে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অংশ নেবেন।

[৫] এদিকে সারাদেশে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সারাদেশে দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হবে। সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়