শিরোনাম
◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জি এম কাদেরের

শাহীন খন্দকার :[২] জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আরো বলেন, অক্সিজেনও ভ্যান্টিলেশন-এর সহায়তা নিশ্চিত করা গেলে দেশে কোভিডে মৃত্যুরহার অনেকটাই কমে যাবে। ফলে সাধারণ মানুষের ভয়-ভীতি দূর হবে।এতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ফিরে আসবে, অর্থনৈতিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে সকল কাজ-কর্ম করতে পারবে। দেশের উন্নতি ও অগ্রগতি নিশ্চিত হবে।

[৩] জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী অফিসে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা শেষে জি এম কাদের গণমাধ্যম কর্মীদের সাথে এ কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

[৪] আগামী ১৪ জুলাই সকাল সাড়ে ৮টায় জি এম কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিমানযোগে রংপুরে যাবেন। সকাল সাড়ে ১০টায় রংপুরে পল্লীবন্ধুর সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিলে যোগ দেবেন। বিকেল সাড়ে ৪টায় বনানী অফিসে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অংশ নেবেন।

[৫] এদিকে সারাদেশে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সারাদেশে দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হবে। সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়