সুজন কৈরী : [২] করোনা ভাইরাসের সংক্রমণরোধে বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠপ্রশাসনের সঙ্গে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
[৩] ডিএমপির মিডিয়া সেন্টার সূত্র জানায়, অভিযানকালে ডিএমপির মতিঝিল বিভাগে মাস্ক ব্যবহার না করায় ৪ জন ব্যক্তিকে ৪০০ টাকা ও ওয়ারী বিভাগে ৬ জন ব্যক্তিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গুলশানে বিভাগে ৫টি দোকান ও ১৫ জন ব্যক্তিকে ২১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
[৪] মোট ৩০টি মামলায় ৫টি দোকান ও ২৫ জন ব্যক্তিকে মোট ২৩ হাজার ১০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
[৫] নগরবাসীর উদ্দেশে ডিএমপি বলছে, অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি কোনো উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।