শিরোনাম
◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগস্টে বাংলাদেশে ফিরছে ক্রিকেট!

স্পোর্টস ডেস্ক : [২] করোনা ভাইরাসের বাধা ডিঙিয়ে মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। দিন পাচেক পরই সাউদাম্পটনে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। শুধু ক্যারিবিয়ানরা নয় ইংল্যান্ড হোম সিরিজ খেলবে পাকিস্তানের বিরুদ্ধেও। ইতোমধ্যে পাকিস্তান দল লন্ডনে পৌঁছে গেছে। স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টাইনে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। যেমনটা লন্ডন এসে করেছিল উইন্ডিজরাও।

[৩] ক্রিকেট ফেরার ঘোষণা এসেছে ওয়েস্ট ইন্ডিজ থেকে। দক্ষিণ এশিয়ার মধ্যে গত মাসেই ক্রিকেটীয় কার্যক্রম শুরু করেছিল শ্রীলঙ্কা। উপমহাদেশের মধ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে ভালো মোকাবেলা করেছিল দ্বীপদেশটি।

[৪] কিন্তু করোনার প্রকোপ কমেনি এখনও বাংলাদেশে, ভারতে। প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক কাঁপিয়ে যাচ্ছে বাংলাদেশকে। এর মধ্যেই চলছে দেশের সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম।

[৫] ব্যতিক্রম হয়ে আছে শুধু ক্রীড়াঙ্গন। জুলাই মাসেও কোনো খেলাধুলা শুরু না করার নির্দেশনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে। বিসিবির এক কর্মকর্তার বললেন, দেখেন আমাদের কিছুই থেমে নেই। আগে যেটা আমরা অফিসে বসে করতাম, সেগুলো এখন অনলাইনে করছি। এছাড়া আমাদের ম্যানেজারদের মিটিং হচ্ছে, কোচরা মিটিং করছেন, ক্রিকেটারদের সঙ্গে কোচদের মিটিং হচ্ছে।

[৬] সম্প্রতি ক্রিকেট শুরুর ইঙ্গিত দিয়েছে বিসিবি। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রিকেট ফেরাতে মাঠগুলো প্রস্তুত করে রাখা হয়েছে।

[৭] বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ক্রিকেট পুনরায় শুরুর খুব কাছাকাছি আছে বিসিবি। চলতি জুলাই মাসে বা আগস্টের প্রথম সপ্তাহে সচল হবে দেশের ক্রিকেট। প্রাথমিকভাবে ফিটনেস ক্যাম্প দিয়েই ক্রিকেটাররা ফিরবেন হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মেডিক্যাল বিভাগের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে সব কার্যক্রম।

[৮] আর বিসিবিতে ক্রিকেট শুরুর আলোচনাও চলছে বেশ ভালোভাবে। সূত্র জানায়, ‘আলোচনা তো হচ্ছে। এখনও চূড়ান্ত হয়নি কিছুই। হয়তো জুলাইয়ের শেষদিকে বা অগাস্টের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। আমাদের মাঠগুলোতে প্রস্তুত করা হয়েছে যাতে ক্রিকেটীয় কার্যক্রম শুরু করা যায়। এটা আসলে পুরোপুরি নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। পরিস্থিতির উন্নতি হলেই শুরু হয়ে যাবে।- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়