শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শামীম ওসমানের হস্তক্ষেপে বৃদ্ধ দম্পতিকে ভর্তি নিল হাসপাতাল

ডেস্ক রিপোর্ট: [২] করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ বৃদ্ধ দম্পতিকে ভর্তি নিচ্ছিল না কোনো হাসপাতাল। অবশেষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের হস্তক্ষেপে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। জাগো নিউজ

[৩] এর আগে গত ৩০ জুন থেকে ওই দম্পতির শরীরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট দেখা দিলে সরকারি-বেসরকারি কোনো হাসপাতালই তাদের ভর্তি নিচ্ছিল না। পরে বিষয়টি জানতে পেরে শামীম ওসমান মোবাইল ফোনে কথা বলে তাদেরকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

[৪] সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল হক রাজু বলেন, গত ৩০ জুন থেকে আমার চাচা অহিদুল ইসলাম মেম্বার (৬৬) এবং চাচি জয়দুন নেছা (৫৮) জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট ভুগছে। চিকিৎসার জন্য তাদেরকে ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে নেয়া হলে করোনা পরীক্ষার কোনো রিপোর্ট না থাকায় কেউ ভর্তি নেয়নি। এতে আমরা ভীত হয়ে যাই। কোনো বেসরকারি হাসপাতাল ভর্তি না নেয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরিবারের অনেকে ভেঙে পড়ে কান্নাকাটি শুরু করেন।

[৫] তিনি বলেন, পরে আমি বিষয়টি সংসদ সদস্য শামীম ওসমানকে জানালে তিনি মোবাইলে আমাকে লাইনে রেখেই নারায়ণগঞ্জ করোনা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমার চাচা-চাচিকে ভর্তি করার ব্যবস্থা করে দেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়