শিরোনাম
◈ ঠেলাগাড়িতে বসে নীরবে ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি ◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩ ◈ ভিন্ন কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬৭৪৮ ◈ সিরিয়ায় সাব্বাদি কারাগার থেকে পালিয়ে গেছে ১৫০০ কয়েদি ◈ চানখারপুলে ৬ হত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলার রায় আজ ◈ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ আগুন

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে মানব পাচার চক্রের এক সদস্য গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি: [২] মাদারীপুরের রাজৈর উপজেলার নুরপুর গ্রাম থেকে লিবিয়ায় মানব পাচারের ঘটনায় রবিউল মিয়া (৪০) নামে এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গ্রেপ্তারকৃত রবিউল ওরফে রবি একই এলাকার রতন মিয়ার ছেলে। ঢাকার পল্টন মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় মানব পাচারের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত রবিউলকে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

[৩] মঙ্গলবার দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য বাংলাদেশ, লিবিয়া ও ইতালিতে অবস্থান করে মোটা অংকের বেতনের চাকুরীসহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে মানব পাচার করছে। উঠতি বয়সের অল্প শিক্ষিত নিম্নবিত্ত বেকার যুবকেরাই মূলত তাদের প্রধান টার্গেট। প্রথম ধাপে চক্রটি যুকদের লিবিয়া পাঠায়। পরবর্তী ধাপে লিবিয়ায় বন্দীশালায় তাদেরকে জিম্মি করে বন্দীদের পরিবারের কাছে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে শিকার হতে হয় অমানুষিক নির্যাতনের। পরবর্তীতে চক্রটি টাকা প্রাপ্তি স্বাপেক্ষে বিভিন্ন মাফিয়া চক্রের মাধ্যমে অবৈধ পন্থায় নৌকা যোগে ইতালির উদ্দেশ্যে ছেড়ে দেয়। এই চক্রটি বাংলাদেশে অবস্থানকারী দালালদের মাধ্যমে ক্ষেত্র বিশেষে দশ লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করে বলে র‌্যাব-৮ জানতে পারে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ মাদারীপুর জেলার রাজৈর থানাধীন নূরপূর গ্রাম এলাকা হতে রবিউল মিয়াকে গ্রেপ্তার করা হয়। আসামি রবিউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত রবিউলের ছেলে সাজীব লিবিয়ায় অবস্থান করছে। ছেলে সজীবের সাথে যোগসাজসে বাংলাদেশ থেকে অবৈধ পন্থায় রবিউল লিবিয়ায় মানব পাচার করতো। তার বিরুদ্ধে মানব পাচার আইনে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঢাকার পল্টন মডেল থানায় রবিউলকে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়