শরীফ শাওন : [২] আগামী ৫ জুলাই পর্যন্ত পর্যন্ত এসকল টাকা উত্তোলন করতে পারবেন। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বকেয়া হিসেবে তারা বেতন পাবেন। এছাড়াও আগস্টের ঈদুল আযহা ও ২৫ মে ঈদুল ফিতরের ঈদ বোনাস ও বৈশাখী ভাতাও পাবেন।
[৩] নতুন এমপিওভুক্ত ৪ হাজার ৯২০ শিক্ষক-কর্মচারী। এরমধ্যে স্কুলের ৩ হাজার ১৯৯ এবং কলেজের ১ হাজার ৭২১ জন।
[৪] রোববার বেতন ভাতার চেক ব্যাংকে পাঠানো হয়েছে। বিষয়টি জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
[৫] দ্বিতীয় দফায় অনলাইনে এমপিওভুক্তির আবেদন করলে চলতি মাসের ১৮ জুন তাদের এমপিওভুক্ত করা হয়। এরআগে, ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। সেখানে ৯৯১টি মাধ্যমিক স্কুল, ৪৩০টি নিম্ন মাধ্যমিক স্কুল, ৬৮টি স্কুল অ্যান্ড কলেজ, ৯২টি উচ্চ মাধ্যমিক কলেজ এবং ৫২টি ডিগ্রি কলেজ রয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব