শিরোনাম
◈ ওসমান হাদি হত্যার মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল পুলিশ ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল?

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকাসহ ১৮ অঞ্চলে ৪৫-৬০ কিমি. বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ

সমীরণ রায় : [২] বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে কয়েকটি জেলার নিম্নাঞ্চল। কোথাও কোথাও দেখা দিয়েছে বন্যা। তবে রোববার হঠাৎ দমকা হওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জমে বৃষ্টির পানি। ফলে তীব্র গরমে মানুষের মধ্যে স্বস্তি আসলেও চলাচলে বিঘ্ন ঘটে। একইসঙ্গে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান প্রধান নদ-নদীর পানির উচ্চতা বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেশের নয় জেলায় বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

[৩] আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এরমধ্যে সিলেট, রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এজন্য এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

[৪] এতে বলা হয়েছে, সোমবার সকাল নাগাদ মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়