ডেস্ক রিপোর্ট : ডেউয়ার প্রকৃত নাম হলো ডেলো মাদার। গ্রামেগঞ্জে একে বলে ডেউয়া। পাকলে ফলটি মধুর অম্লরসযুক্ত হয়। ডেউয়া শাখা-প্রশাখাবিশিষ্ট বড় গাছ। বড় বড় পাতা। গোল-গোল, ৬-১২ ইঞ্চি লম্বা ও ৪-৭ ইঞ্চি চওড়া হয়। পাতা খসখসে, দেখতে অনেকটা কাকডুমুরের পাতার মতো।
স্ত্রীফুল আকারে বড়, বোঁটা ছোট ও মসৃণ। কিন্তু ফুলের পাপড়ি নেই, ছোট গুটির আকারে হয়। ফলের বাইরের আবরণ অসমান এবড়ো-খেবড়ো। ফল কাঁচা অবস্থায় লালচে, পাকলে বাইরের রঙ পীত, কিন্তু ভেতরের শাঁস লাল হয়। কাঁঠালের কোয়ার মতো এবং তার মাঝে বীজও থাকে।
ডেউয়ার স্বাস্থ্য উপকারিতা:
সাধারণত ফাল্গুন মাসে ফুল হয়, আষাঢ়ে পাকতে শুরু করে।
১. কাঁচা ডেউয়া টক, ক্ষুধা দূর করে। পাকা ফল ক্ষুধাবর্ধক হয়। আবার পাকা ডেউয়া পিত্ত ও যকৃতের উপকারী। তবে বেশি খেলে ক্লীবতা আনে।
২. অরুচি ও পেটের বায়ুনাশে ডেউয়া এক অমৃত ফল।
৩. ব্রণের দূষিত ক্ষতের পুঁজ বের করে আনার জন্য ডেউয়ার ছালের পুলটিসের ব্যবহার হয়।
৪. কাঁচা ডেউয়ার রস এক-দেড় চা-চামচ এক কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে কয়েক দিন খেলে অস্বাভাবিক মেদ কমাতে সহায়তা করে।
সূত্র : দেশ রূপান্তর