শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : আরও ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৬৮, সুস্থ ১৬৩৮

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮২৭৫টি। পরীক্ষা হয়েছে ১৮৪৯৮টি। মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি।

[৩] এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৬২১ জনের। মোট সুস্থ্য ৫৩ হাজার ১৩৩ জন। মোট সংক্রমিত ১ লাখ ৩০ হাজার ৪৭৪ হাজার। সংক্রমিতের হার ২০.৯১ শতাংশ। এপর্যন্ত সংক্রমিতের হার ১৮.৭২ শতাংশ। মোট সুস্থ্যের হার ৪০.৭২ শতাংশ। মোট মৃত্যুর হার ১.২৭ শতাংশ।

[৪] তিনি বলেন, মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ। ৯ জন নারী। বয়স বিবেচনায় ০-১০ বছরের ১, ৩১-৪০ বছরের ৩, ৪১-৫০ বছরের ৬, ৫১-৬০ বছরের ১২, ৬১-৭০ বছরের ১৪, ৭১-৮০ বছরের ৩, ৮১-৯০ বছরের ১। বিভাগ হিসেবে ঢাকা- ১৪, চট্টগ্রাম-১২, সিলেন-৩, রংপুর-৩, ময়মনসিংহ-৩, বরিশাল-৪, খুলনা-৪। হাসপাতালে মারা গেছেন ২৮, বাসায় মারা গেছেন ১১জন।

[৫] ডা. নাসিমা বলেন, ২৪ ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৬১ জন, ছাড়া পেয়েছেন ৪৯০ জন। সর্বোমোট আইসোলেশনে ছিলেন ২৩ হাজার ৩৬৭ জন, আইসোলেশনে আছেন ১৩ হাজার ৮০০ জন। মুক্ত হয়েছেন ৯ হাজার ৫৭০ জন।

[৬] তিনি বলেন, মোট ৬৬টি ল্যাবের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়