শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : আরও ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৬৮, সুস্থ ১৬৩৮

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮২৭৫টি। পরীক্ষা হয়েছে ১৮৪৯৮টি। মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি।

[৩] এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৬২১ জনের। মোট সুস্থ্য ৫৩ হাজার ১৩৩ জন। মোট সংক্রমিত ১ লাখ ৩০ হাজার ৪৭৪ হাজার। সংক্রমিতের হার ২০.৯১ শতাংশ। এপর্যন্ত সংক্রমিতের হার ১৮.৭২ শতাংশ। মোট সুস্থ্যের হার ৪০.৭২ শতাংশ। মোট মৃত্যুর হার ১.২৭ শতাংশ।

[৪] তিনি বলেন, মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ। ৯ জন নারী। বয়স বিবেচনায় ০-১০ বছরের ১, ৩১-৪০ বছরের ৩, ৪১-৫০ বছরের ৬, ৫১-৬০ বছরের ১২, ৬১-৭০ বছরের ১৪, ৭১-৮০ বছরের ৩, ৮১-৯০ বছরের ১। বিভাগ হিসেবে ঢাকা- ১৪, চট্টগ্রাম-১২, সিলেন-৩, রংপুর-৩, ময়মনসিংহ-৩, বরিশাল-৪, খুলনা-৪। হাসপাতালে মারা গেছেন ২৮, বাসায় মারা গেছেন ১১জন।

[৫] ডা. নাসিমা বলেন, ২৪ ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৬১ জন, ছাড়া পেয়েছেন ৪৯০ জন। সর্বোমোট আইসোলেশনে ছিলেন ২৩ হাজার ৩৬৭ জন, আইসোলেশনে আছেন ১৩ হাজার ৮০০ জন। মুক্ত হয়েছেন ৯ হাজার ৫৭০ জন।

[৬] তিনি বলেন, মোট ৬৬টি ল্যাবের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়