শিরোনাম
◈ সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরফান সোলতানির প্রথম মৃত্যুদণ্ড কার্যকর কর‌ছে ইরান! ◈ ফেসবুক লাইভে এসে পুলিশের বাইকের কাগজ দেখতে চাওয়া সেই সাগর হালদারকে গ্রেফতার করেছে সিটিটিসি (ভিডিও) ◈ ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যাপক আলী রীয়াজ ◈ ইরানের রাজধানী তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল ◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : আরও ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৬৮, সুস্থ ১৬৩৮

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮২৭৫টি। পরীক্ষা হয়েছে ১৮৪৯৮টি। মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি।

[৩] এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৬২১ জনের। মোট সুস্থ্য ৫৩ হাজার ১৩৩ জন। মোট সংক্রমিত ১ লাখ ৩০ হাজার ৪৭৪ হাজার। সংক্রমিতের হার ২০.৯১ শতাংশ। এপর্যন্ত সংক্রমিতের হার ১৮.৭২ শতাংশ। মোট সুস্থ্যের হার ৪০.৭২ শতাংশ। মোট মৃত্যুর হার ১.২৭ শতাংশ।

[৪] তিনি বলেন, মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ। ৯ জন নারী। বয়স বিবেচনায় ০-১০ বছরের ১, ৩১-৪০ বছরের ৩, ৪১-৫০ বছরের ৬, ৫১-৬০ বছরের ১২, ৬১-৭০ বছরের ১৪, ৭১-৮০ বছরের ৩, ৮১-৯০ বছরের ১। বিভাগ হিসেবে ঢাকা- ১৪, চট্টগ্রাম-১২, সিলেন-৩, রংপুর-৩, ময়মনসিংহ-৩, বরিশাল-৪, খুলনা-৪। হাসপাতালে মারা গেছেন ২৮, বাসায় মারা গেছেন ১১জন।

[৫] ডা. নাসিমা বলেন, ২৪ ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৬১ জন, ছাড়া পেয়েছেন ৪৯০ জন। সর্বোমোট আইসোলেশনে ছিলেন ২৩ হাজার ৩৬৭ জন, আইসোলেশনে আছেন ১৩ হাজার ৮০০ জন। মুক্ত হয়েছেন ৯ হাজার ৫৭০ জন।

[৬] তিনি বলেন, মোট ৬৬টি ল্যাবের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়