শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের চোখে আইপিএলের সেরা একাদশ

নিউজ ডেস্ক : [২] বিশ্বের সবচেয়ে বড় ও জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ইতোমধ্যে ১২টি আসর শেষ হয়ে গেলেও বাংলাদেশ থেকে খেলেছেন কেবলমাত্র ৪ জন ক্রিকেটার। মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজরা থিতু হতে না পারলেও থিতু হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

[৩] আইপিএলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আট বছর খেলেছেন সাকিব। খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। সবচেয়ে বেশি খেলেছেন কলকাতার হয়ে। এবার অভিজ্ঞতার ভারে আইপিএলের দল কলকাতা-হায়দ্রাবাদের যৌথ সেরা একাদশও বেছে নিয়েছেন সাকিব।

[৪] ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সাথে অনলাইন আড্ডায় হার্শা ভোগলের সাথে আলাপকালে এই দুই দলের আইপিএল সেরা একাদশ বাছাই করেন সাকিব। সেই একাদশে নিজেকে রেখেছেন সাকিব। দলের নেতৃত্বেও কলকাতার গৌতম গম্ভীরকে বেছে নেন এই অলরাউন্ডার।

[৫] সাকিবের পছন্দের আইপিএল একাদশে ওপেনার হিসেবে আছেন কলকাতার রবিন উথাপ্পা ও সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক অস্ট্রেলিয়ার খেলোয়াড় ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে ব্যাট হাতে নামবেন অধিনায়ক গম্ভীর। এরপর চার নম্বরে আছেন আইপিএলের প্রথম সেঞ্চুরিয়ান ভারতের মনিশ পান্ডিয়া।

[৬] পাঁচে নিজেই ব্যাট হাতে নামবেন সাকিব। ছয় এবং সাত নম্বরে যথাক্রমে থাকছেন ভারতের ইউসুফ পাঠান ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। স্পিনার হিসেবে নিজের সাথে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে রেখেছেন সাকিব। সাকিবের পছন্দের পেস আক্রমণের তিনজনই ভারতের। তারা হলেন, ভুবেনশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি ও উমেশ যাদব।

[৭] সাকিবের পছন্দের আইপিএল একাদশ :
রবিন উথাপ্পা, ডেভিড ওয়ার্নার, গৌতম গম্ভীর (অধিনায়ক), মনিশ পান্ডিয়া, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ভুবনেশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি ও উমেশ যাদব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়