শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের চোখে আইপিএলের সেরা একাদশ

নিউজ ডেস্ক : [২] বিশ্বের সবচেয়ে বড় ও জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ইতোমধ্যে ১২টি আসর শেষ হয়ে গেলেও বাংলাদেশ থেকে খেলেছেন কেবলমাত্র ৪ জন ক্রিকেটার। মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজরা থিতু হতে না পারলেও থিতু হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

[৩] আইপিএলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আট বছর খেলেছেন সাকিব। খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। সবচেয়ে বেশি খেলেছেন কলকাতার হয়ে। এবার অভিজ্ঞতার ভারে আইপিএলের দল কলকাতা-হায়দ্রাবাদের যৌথ সেরা একাদশও বেছে নিয়েছেন সাকিব।

[৪] ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সাথে অনলাইন আড্ডায় হার্শা ভোগলের সাথে আলাপকালে এই দুই দলের আইপিএল সেরা একাদশ বাছাই করেন সাকিব। সেই একাদশে নিজেকে রেখেছেন সাকিব। দলের নেতৃত্বেও কলকাতার গৌতম গম্ভীরকে বেছে নেন এই অলরাউন্ডার।

[৫] সাকিবের পছন্দের আইপিএল একাদশে ওপেনার হিসেবে আছেন কলকাতার রবিন উথাপ্পা ও সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক অস্ট্রেলিয়ার খেলোয়াড় ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে ব্যাট হাতে নামবেন অধিনায়ক গম্ভীর। এরপর চার নম্বরে আছেন আইপিএলের প্রথম সেঞ্চুরিয়ান ভারতের মনিশ পান্ডিয়া।

[৬] পাঁচে নিজেই ব্যাট হাতে নামবেন সাকিব। ছয় এবং সাত নম্বরে যথাক্রমে থাকছেন ভারতের ইউসুফ পাঠান ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। স্পিনার হিসেবে নিজের সাথে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে রেখেছেন সাকিব। সাকিবের পছন্দের পেস আক্রমণের তিনজনই ভারতের। তারা হলেন, ভুবেনশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি ও উমেশ যাদব।

[৭] সাকিবের পছন্দের আইপিএল একাদশ :
রবিন উথাপ্পা, ডেভিড ওয়ার্নার, গৌতম গম্ভীর (অধিনায়ক), মনিশ পান্ডিয়া, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ভুবনেশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি ও উমেশ যাদব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়