শিরোনাম
◈ ট্রেনের ধাক্কায় ফরিদপুরে পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ ◈ লুকিয়ে ফোন ব্যবহার করায় হাতুড়ি দিয়ে ১০ শিক্ষার্থীর মোবাইল ভাঙলেন শিক্ষক ◈ শরীয়তপুরে ৪৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ৪ (ভিডিও) ◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজ সীমিত করায় সৌদিকে ধন্যবাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক রিপোর্ট : করোনা পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম ধর্মীয় কর্মকাণ্ড হজের আয়োজন সীমিত করায় সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। দেশ রূপান্তর

সৌদি গ্যাজেট জানায়, হজ সীমিত করার সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডব্লিউএইচও। তারা জানায়, করোনা মোকাবিলায় মানুষের স্বাস্থ্যই এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত।

বুধবার ডব্লিউএইচও'র প্রধান তেদরোস আধানোম গেব্রিয়াসুস এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা সৌদি আরবের এই সিদ্ধান্তকে সমর্থন জানাই। আমরা বুঝতে পারছি, এমন সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল না। আমরা এটাও বুঝতে পারছি যে, যেসব মুসলিম এ বছর হজ পালনের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তাদের জন্য এই সিদ্ধান্ত বড়ই হতাশার।

তিনি আরও বলেন, এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থাকেই অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে সৌদি আরবের এই সিদ্ধান্ত একটি বড় উদাহরণ।

সোমবার সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, করোনা মহামারির কারণে এবারের বছর বৃহৎ পরিসরে হজ আয়োজন হবে না।

মঙ্গলবার সাংবাদিকদেরকে সৌদি আরবের হজ মন্ত্রী মোহাম্মাদ বেনতেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এবার সর্বোচ্চ ১ হাজার জন হজ পালনে অনুমতি পাবেন। সংখ্যাটা কোনোভাবে এক হাজারের বেশি হবে না

এরপর দেশটির স্বাস্থ্য মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ জানান, জুলাইয়ের শেষ দিকে অনুষ্ঠেয় এবারের হজে যাদের অনুমতি দেওয়া হবে তাদের বয়স ৬৫ বছরের নিচে নির্ধারণ করে দেওয়া হবে।

পবিত্র মক্কায় পৌঁছানোর আগে হাজিদের করোনাভাইরাস টেস্ট করা হবে। হজ শেষে ফিরে যাওয়ার পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে।

প্রতি বছর কুরবানির ঈদের সময় প্রায় সোয়া কোটি মুসলমানদের অংশগ্রহণে সৌদি আরবে পালিত হয় ইসলাম ধর্মের অন্যতম ‘ফরজ’ হজ।

প্রসঙ্গত, সৌদি আরবে এখন পর্যন্ত এক লাখ ৬৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩৮৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়